জাহাঙ্গীর আলম শোভন ( jahangir alom shovon)

প্রথম পাতা » জীবনী » জাহাঙ্গীর আলম শোভন ( jahangir alom shovon)


জাহাঙ্গীর আলম শোভন
 জাহাঙ্গীর আলম শোভন    অষ্টম শ্রেণি পড়া অবস্থায় তার লেখা জাতীয় পত্রিকায় প্রকাশিত হয় । ই-কমার্স, পর্যটন ও আত্ম-উন্নয়নমূলক লেখনীতে । অনলাইন পাঠকের কাছে আদৃত । তার সহস্রাধিক লেখা প্রকাশিত হয়েছে পত্রিকা ও অনলাইনে । আত্ম-উন্নয়নমূলক লেখনি তাকে জীবনমুখী লেখক হিসেবে পরিচিতি দিয়েছে। ২০১৬ সালে তিনি পায়ে হেঁটে তেঁতুলিয়া টেকনাফ ভ্রমণ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন । বাংলা ১৪২৩ সালে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর বিবেচনায় প্রশংসিত বাংলাদেশীদের একজন তিনি। একজন পর্যটক ও সমাজকর্মী হিসেবেও তিনি সূধী মহলের প্রশংসা কুড়িয়েছেন । লেখকের অন্যান্য বই: তুমি আমি আর সমুদ্র হাওয়া (কবিতা)
দেখব বাংলাদেশ গড়ব বাংলাদেশ (ভ্রমণ) নিজেকে গড়ে তুলতে (আত্ম উন্নয়নমূলক গ্রন্থ)

তথ্যসূত্র:  ২০১৯ সালে প্রকাশিত  আনফোল্ড ইউর পটেনশিয়ান গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ