এস. এম আসাদুজ্জামান চৌধুরী (as.am. asadujaman choudury)

প্রথম পাতা » জীবনী » এস. এম আসাদুজ্জামান চৌধুরী (as.am. asadujaman choudury)


এস. এম আসাদুজ্জামান চৌধুরী


 এস. এম আসাদুজ্জামান চৌধুরী  ১৯৭৯ সালে রুস্তম আলী চৌধুরী পাড়া লক্ষ্যার চর, চকরিয়া কক্সবাজারে এক শিক্ষক পরিবারে জন্মগ্রহণ করেন ।
চরিত্র বৈশিষ্ট্য দিয়ে নিজ এলাকায় অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি । শিক্ষক পিতার সংসারের হাল ধরতে গিয়ে একাধিক পেশায় জড়িত হন । কবি এগার ভাই-বোনের মধ্যে চতুর্থ। তার ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি প্রচুর আগ্রহ ও উদ্দিপনা ছিল । সেই আগ্রহ ও উদ্দিপনা নিয়ে ফেসবুক সহ বিভিন্ন পত্রপত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়।
ব্যক্তিগত জীবনে কবি একজন চাকুরিজীবী- চাকরির ফাঁকে ফাঁকে লিখে চলেছেন অবিরাম। বিল্পবীমনা এই কবি কবিতার বিপ্লব ঘটিয়েছেন তার সাহসী কলমের মাধ্যমে। তাই কবি রচনা করেছেন “বিপ্লবী বীণা” এই কাব্যগ্রন্থটি।
তথ্যসূত্র :.২০১৯ সালে প্রকাশিত বিপ্লবী বীণা  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ