তাহমিনা বেগম (tahmina begum)
প্রথম পাতা » জীবনী » তাহমিনা বেগম (tahmina begum)তাহমিনা বেগম জন্ম ৯ই নভেম্বর ঢাকা শহরে। বাবা প্রয়াত সরকারি কর্মকর্তা। মা প্রয়াত খালেদা খানম । ৭ ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। আদি নিবাস ফেনী জেলার সোনাগাজী উপজেলায় । তিনি প্রথমে ইডেন মহিলা কলেজ থেকে ও পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন সরকারি চাকরিজীবী। তার প্রথম কাব্যগ্রন্থ ‘নির্লজ্জ বাতাসেরা’ ২০১৮, ২০১৯ তুমি আসবে বলে, প্রকাশিত হয়েছে। তিনি কবিতায় ‘বাংলার সঙ্গীত’ থেকে বেগম রোকেয়া সম্মাননা পদক লাভ করেন। ইনডেক্স মিডিয়া স্টার পারফরমেন্স এওয়ার্ড থেকে গীতিকবি হিসেবে সম্মাননা পদক ও সমতটের কাগজ থেকে গুণিজন সম্মাননা হিসেবে গীতিকবি সম্মাননা পদক লাভ করেন।
তথ্যসূত্র: .২০১৯ সালে প্রকাশিত তুমি আসবে বলে, গ্রন্থ থেকে সংকলিত।