ওমর ফারুক মিজি (omor faruk miji)
প্রথম পাতা » জীবনী » ওমর ফারুক মিজি (omor faruk miji) ওমর ফারুক মিজি কুমিল্লা জেলার বরুড়া থানার কৃষ্ণপুর গ্রামে তাঁর জন্ম। বাবা আলহাজ্ব মোহাম্মদ মমতাজ উদ্দিন মিজি সরকারী চাকুরী করতেন। মা ফিরোজা বেগম একজন গৃহিনী। ১৯৮৯ সালে বাংলাদেশ ব্যাংক হাই স্কুল , মতিঝিল, ঢাকা থেকে ম্যাট্রিক পাশ করে ঢাকা সিটি কলেজ হতে ১৯৯১ সালে এইচ, এস, সি ও ১৯৯৩ সালে বি,কম (পাশ) করেন।
তিনি ১৯৯৪ সালে সরকারী চাকুরীতে যোগদান করেন এবং চাকুরীর পাশাপাশি তিনি ১৯৯৫ শিক্ষাবর্ষে জগন্নাথ কলেজ এন্ড বিশ্ববিদ্যালয় হতে এম.কম (ব্যবস্হাপনা) পাশ করেন। তিনি ছোটকাল থেকেই খেলাধুলা ভালবাসেন।” ১৯৯১ সালে প্রগতি সংঘ ক্লাব” মতিঝিল, ঢাকা এর মাধ্যমে তিনি পাইওনিয়ার ফুটবল খেলেছেন। পরবর্তীতে লিটিল ফ্রেন্ডস ক্লাব, জুনিয়র ব্রাদার্স, মিরপুর সিটি ক্লাব এর পক্ষে ফুটবল খেলেছেন। এছাড়াও তিনি বৃহত্তর ময়মনসিংহ জেলা ক্রিকেট (জিএমসিসি) দলের সদস্য হয়ে ক্রিকেট খেলেছেন ।
খেলাধুলার পাশাপাশি তিনি ছড়া, কবিতা, গল্প ও গান লিখতে পছন্দ করেন। নিজের লেখা গান দিয়ে ”এলভিস ব্র্যান্ড তৈরী হয়েছিল । এছাড়া তাঁরা লেখা গান রাকিব আহম্মেদ এর একক এলবাম এ স্হান পেয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে তার মধ্যে ”এ এমন পরিচয়” প্রথম গ্রন্থ ও দ্বিতীয় গ্রন্থ “স্বপ্নের ঠিকানা” সতাতার মূল্য একটি শিংগারা সত্য ঘটনা অবলম্বনে লিখিত গল্পটি উলে
খযোগ্য। তিনি তার লেখা গল্প, উপন্যাস সাবলিল ও সহজ সরলভাবে পাঠকের মাঝে উপস্হাপন করতে পছন্দ করেন। বর্তমানে তিনি সোনালী ব্যাংক লিমিটেড এ কর্মকর্তা হিসাবে কর্মরত রয়েছেন। তিনি মর্নিং বার্ডস স্পোর্টিং ক্লাব এর প্রতিষ্ঠাতা পাশাপাশি ভ্রমন পিপাষু সংগঠন ” এফটিআরএস ” এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন ।
তথ্যসূত্র : ২০১৮ সালে প্রকাশিত “স্বপ্নের ঠিকানা গ্রন্থ থেকে সংকলিত।