ইমাম মেহেদী হাসান (emam mehedi hassan)
প্রথম পাতা » জীবনী » ইমাম মেহেদী হাসান (emam mehedi hassan)
মাগুরা জেলার অন্তর্গত ঘোড়ানাছ গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে ১৯৮৭ সালের ২৯ এপ্রিল জন্মগ্রহণ করেন। পিতা এস. এ. খালেদ, বীর মুক্তিযোদ্ধা এবং মাতা শাহানাজ বেগম, গৃহিণী। ছয় ভাইবোনের মধ্যে তিনি ৫ম। তিনি জগদল হাইস্কুল, মাগুরা থেকে মাধ্যমিক ও আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়, মাগুরা থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত। ২০১৫ সালের ৮ মে ফাহমিদা রহমান মুন্নি’র সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। লেখার হাতেখড়ি মাধ্যমিক শ্রেণি থেকেই। তার “ভোরের পাখি” কবিতাটি ফরিদপুর থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা “অক্ষরে” প্রথম প্রকাশিত হয়। এরপর বিভিন্ন দৈনিক, সাহিত্য পত্রিকা এবং অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে তার বেশ কিছু কবিতা। তিনি ভালোবাসেন স্বপ্ন দেখতে, স্বপ্ন দেখেন একটি বাংলাদেশের, যে দেশ হবে কবিতার মতো চির-সুন্দর,সময়ের বাঁকে।