মোঃ এমদাদুল হক বাদশা (md. emdadul haque badsha)
প্রথম পাতা » জীবনী » মোঃ এমদাদুল হক বাদশা (md. emdadul haque badsha)মোঃ এমদাদুল হক বাদশা ১৯৫৬ সনের ৩ আগস্ট কুমিল্লা জেলার তিতাস উপজেলাধীন চরকুমারিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তাঁর পিতা-মরহুম মোঃ আকবর আলী ও মাতা-বেগম আইনুননেছা ৷ পিতামহ আলহাজ্জ ভোলা গাজী ব্রিটিশ আমলে ১১ বার পবিত্র হজ্জব্রত পালন করেন ১৯৬৯ সনে তিনি দাউদকান্দি থানার জগতপুর সাধনা (বহুমূখী) হাইস্কুলের প্রথম টেলেন্টপুলে অষ্টম শ্রেণিতে বৃত্তি লাভ করেন ৷ ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধে তিনি সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিশেষ অবদান রাখেন । ঐ সময় তিনি প্রায় দুই বছর বিভিন্ন মসজিদে ঈমামতিও করেন । পরবর্তীতে জাহাজ চালানোর কারিগরি বিদ্যা শিক্ষার জন্য জাতিসংঘের আইএলও কর্তৃক প্রতিষ্ঠিত ‘ম্যারিটাইম ইন্সস্টিটিউট ডেককর্মি প্রশিক্ষণ কেন্দ্র, নারায়ণগঞ্জ থেকে ১৯৭৪-৭৫ সনে বৃটিশ ও ফ্র্যান্স নেভীর কমান্ডারত্রয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত জাহাজ চালানোর কারিগরি ২৪টি বিষয়ে (ইংলিশ মিডিয়ামে) গড়ে ৮৬ ভাগ (এক্সিলেন্ট) মার্ক পেয়ে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন এবং জাতিসংঘের II-O প্রদত্ত Duttons’ Navigation & Piloting. Nicholls’ Concise Guide. Volume-II বই উপহার পান । ১৯৭৫ সনে তিনি বিআইডব্লিউটিএ-তে ( প্ৰায় দশ হাজার প্রার্থীর মধ্যে মাত্র তিনজন নির্বাচিত) অফিসার ক্যাডেট (ডেক) হিসেবে যোগদান করেন । ১৯৭৮ সনে টিশারী জাহাজে কর্মরত অবস্থায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মি.ইউরি জোগারিন কর্তৃক “দি নিকস সীম্যানশীপ ক্রু ভিগেশন’ বই উপহার লাভ করেন ১৯৮২-৮৪ সনে খুলনায় কর্মরত থাকাকালীন খুলনা সাহিত্য মজলিসের সভাপতি নির্বাচিত হন ।
.তথ্যসূত্র : ২০১৫ সালে প্রকাশিত নৌপথের তথ্যচিএ‘’ গ্রন্থ থেকে সংকলিত।