কেয়া তালুকদার (keya talukder)

প্রথম পাতা » জীবনী » কেয়া তালুকদার (keya talukder)


কেয়া তালুকদার

কেয়া তালুকদার   জাতীয়-আন্তর্জাতিক  পত্র-পত্রিকায় নারী বিষয়ক প্রবন্ধ লেখেন। কবিতা লেখা তার শখ । প্রকাশিত গ্রন্থ ‘পূর্ণতা ফিরে এসো’ ‘ছায়ামানব’ এবং কলকাতার কবি মোনালিসা রেহমান এর সাথে যৌথ বই ‘ভালোবাসার সাতকাহন’। ২০১৬ ২০১৬ সালে সমতোটের কাগজ থেকে প্রাবন্ধিক হিসাবে পুরষ্কৃত হয়েছেন। কয়েকটি আন্তর্জাতিক সংস্থায় দীর্ঘসময় কর্মরত ছিলেন। বর্তমানে লেখালেখি ও ব্যবসার সাথে জড়িত হয়েছেন।

তথ্যসূত্র: .২০১৫ সালে প্রকাশিত  ‘দাসী না দেবী’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ