মোহম্মদ জহুরুল ইসলাম (mohammad zahurul islam)
প্রথম পাতা » জীবনী » মোহম্মদ জহুরুল ইসলাম (mohammad zahurul islam)মোহম্মদ জহুরুল ইসলাম ১৯৮৩ সালের ১০ ফেব্রুয়ারি দিনাজপুর জেলার অন্তর্গত, বিরামপুর উপজেলাধীন, ভবানীপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন । শৈশব ও কৈশোর কালটি কবি প্রচণ্ড দুরন্তপনায় কাটিয়েছেন। সেই সময়ের প্রকৃতি ও পরিবেশ, গ্রাম্য-মানুষের সরল জীবনযাপন কবির কোমল হৃদয়কে প্রবলভাবে নাড়া দিয়েছিল; মনে হয় যেন বাংলার চিরসবুজ প্রকৃতির কোলে, প্রকৃতির সন্তান রূপেই তিনি লালিত হয়েছেন। জীবনকে সহজ, সরল, সুন্দর ও সাবলীলভাবে অবলোকন করার যে উদার দৃষ্টিভঙ্গি কবির মানসপটে তৈরি হয়েছে, তা তাঁর ওই গ্রামের চিরসবুজ প্রকৃতি ও পরিবেশ, গ্রামের সহজ-সরল মানুষগুলোর সাহচর্য থেকেই জন্ম নিয়েছে, যা কবি পরম যত্নে বুকভরে কুড়ে নিয়ে হৃদয় জুড়িয়েছেন জীবনচলার পথে । আরো একটি বিষয় তাঁর জীবনের খানিকটা জুড়ে আছে, সেটি হলো তাঁর প্রাণের সমান প্রিয় ‘ছোট যমুনা’ নদী, যে নদীটি তাঁর গ্রামের বুক চিরে, গ্রামের মাঝ বরাবর দিয়ে কুলকুল করে বয়ে গেছে অবলীলায়, সেই নদীর বুকেই কাটিয়েছেন তাঁর আশৈশব-কৈশোরের মূল্যবান দিনগুলি। সেই সুখস্মৃতিগুলি কবি কখনোই ভুলতে পারেননি। তাই তো প্রকৃতির নির্মল বাতাসের মতোই বিশুদ্ধ, নির্মল, সতেজ ও স্বচ্ছ তাঁর আবেগ। তিনি ব্যক্তি জীবনে ইংরেজি সাহিত্য নিয়ে বিএ (সম্মান) ও এমএ (ইংরেজি) সম্পন্ন করেছেন। বর্তমানে দেশেই একটি সরকারি কলেজে ইংরেজি বিষয়ে প্রভাষক হিসেবে কর্মরত আছেন ।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত সোঁদা মাটির ঘ্রাণ গ্রন্থ থেকে সংকলিত।