অধ্যাপক ডাঃ কাজী মুশতাক হোসেন (prf.dr.qazi mushtaq hussain)

প্রথম পাতা » জীবনী » অধ্যাপক ডাঃ কাজী মুশতাক হোসেন (prf.dr.qazi mushtaq hussain)


অধ্যাপক ডাঃ কাজী মুশতাক হোসেন

অধ্যাপক ডাঃ কাজী মুশতাক হোসেন    ঢাকা মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েশন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ক্যান্সার বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ভারতের বিখ্যাত টাটা মেমোরিয়াল ক্যান্সার সেন্টার এবং পরে ফিলিপাইনের সেন্ট লুকস মেডিকেল সেন্টার থেকে রেডিয়েশন থেরাপি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া তিনি পারমাণবিক নিরাপত্তা এবং বিকিরণ নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত । ক্যান্সার বিষয়ে তাঁর দুটি বই স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের অবশ্য পাঠ্য। বর্তমানে ঢাকার মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। দেশে এবং বিদেশে ক্যান্সার গবেষণার সাথে জড়িত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা পত্রে তাঁর প্রকাশনা রয়েছে। রেডিও এবং টেলিভিশনে ক্যান্সার বিষয়ে বিভিন্ন আলোচনা সভায় নিয়মিতভাবে অংশগ্রহণ করেন । এছাড়া তিনি বাংলাদেশ সোসাইটি অফ রেডিয়েশন অনকোলজিস্টস ‘বিএসআরও’ এর সভাপতি, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং ফেডারেশন অফ এশিয়ান অর্গানাইজেশনস ফর রেডিয়েশন অনকোলজি ‘ফারো’র কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিশুদের জন্য একটি ছড়ার বই এবং দুইটি ভ্রমণ কাহিনি মূলক বই একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে ।

 তথ্যসূত্র: .২০২১ সালে প্রকাশিত  ‘ছোটদের আপেক্ষিক তত্ত্ব’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ