নূরে জান্নাত ( nure zannat)
প্রথম পাতা » জীবনী » নূরে জান্নাত ( nure zannat)নূরে জান্নাত জন্ম ১১ ডিসেম্বর, সিরাজগঞ্জ। পিতা মো. আনিছুর রহমান, মাতা কাজল বেগম। ছোটবেলা থেকেই লেখালেখির জগতে বিচরণ। সাহিত্যানুরাগী করে তোলে ব্র্যাক স্কুল এবং ব্র্যাক কিশোর কিশোরী পাঠাগার। ১৪ বছর ধরে লেখালেখিতে নেশাগ্রস্থ। জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ কর্তৃক কবি ও ছোট গল্পকার হিসেবে পেয়েছেন ‘বেগম সুফিয়া কামাল সম্মাননা স্মারক ২০১৭’, এবং পাক্ষিক মৌলিক বার্তার চতুর্থ বর্ষপূর্তি কৰিব সম্মাননা ২০১৯। এছাড়াও ব্র্যাক আয়োজিত চ্যানেল আই পরিবেশিত তারায় তারায় দীপ শিখা সিজন সেভেন ২০১৮তে জাতীয় পর্যায়ে ২য় স্থান এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ বিভাগীয় শ্রেষ্ঠ হন বাংলা কবিতা আবৃত্তিতে। ‘নির্বাসিত সুখ’ তার তৃতীয় কবিতাগ্রন্থ। অমর একুশে বইমেলা ২০২১ এ প্রকাশিত হয় ২য় গল্পগ্রন্থ ‘লাল শাড়ি’, এবং অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ প্রকাশিত হয় প্রথম গল্পগ্রন্থ ‘পদ্মপাতায় প্রেম। বর্তমানে সরকারী রাশিদাজ্জোহা মহিলা কলেজ সিরাজগঞ্জ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত এবং মোতাহার হোসেন তালুকদার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, গজারিয়া, সিরাজগঞ্জ এ ‘ডিএইচএমএস’ এ ৪র্থ বর্ষে অধ্যয়নরত।
তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত ‘ঈশ্বর বহুদূর’ গ্রন্থ থেকে সংকলিত।