আম্বিয়া অন্তরা (ambia antora)

প্রথম পাতা » জীবনী » আম্বিয়া অন্তরা (ambia antora)


আম্বিয়া অন্তরা


আম্বিয়া অন্তরা মেহেরপুর জেলার কলাইডাঙা গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সৈয়দ আলী ফরাজী মাতা সালেহা বেগম। এক ভাই ও ছয় বোনের মধ্যে সর্ব কনিষ্ঠ তিনি। তার বড় ভাই ছিলেন মুক্তযোদ্ধা সেই সূত্রে সে মুক্তিযুদ্ধা পরিবারের একজন সদস্য। লেখকের প্রাথমিক শিক্ষা শুরু হয় গ্রামের স্কুলে। তারপর ঢাকা বাংলাদেশ ব্যাংক স্কুল এবং সরকারি তিতুমীর কলেজ থেকে শেষ করেন ।
দেশে কর্মরত ছিলেন দি এশিয়া ফাউন্ডেশনে। এরপর সে নিজের বেশ কয়েকটা ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেছেন। ব্যবসায়ী হিসাবে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন পুরস্কার ।
পরবর্তীতে নিউইয়র্ক চলে যান এবং নিউইয়র্ক থেকে একাউন্টিং এ গ্রাজুয়েশন শেষ করে বর্তমানে সেখানে হেলথ কাউন্সিলিং হিসাবে কর্মরত আছেন । পাশাপাশি আমেরিকান সরকারের স্বীকৃতি প্রাপ্ত । এমপাওয়ারিং ডেভেলপমেন্ট উউচ এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসাবে কাজ করে যাচ্ছেন ।
শৈশব থেকে লেখকের সাহিত্যের সাথে সখ্যতা এবং প্রচন্ড কৌতূহলী ছিলেন। অবসর সময় পেলেই ঘুরে বেড়াত সাহিত্যের ঝলমল বারান্দায় ছোট বড় নানা পত্রিকায়, তার লেখা ছাপা হয়েছে লেখালেখি করেছেন সমসাময়িক বিষয়ের উপর এছাড়াও গীতিক- বিতা লেখা শুরু করেছেন সম্প্রতি লেখকের বড় নেশা হলো নতুন কিছু জানার আগ্রহে ভ্রমণ করা ইতিমধ্যে লেখক অর্ধশতাধিক দেশ ঘুরেছেন ।
লেখকের প্রকাশিত প্রথম বই ‘আমার ভাবনা’
তথ্যসূত্র: .২০২১  সালে প্রকাশিত   ‘আমার ভাবনা’    গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ