মিলন রশীদ(Milon Rashid)

প্রথম পাতা » জীবনী » মিলন রশীদ(Milon Rashid)


 মিলন রশীদ

অনুসন্ধানী সাংবাদিকতার পথিকৃত মিলন রশীদ।সত্তরের দশকের শুরুতে ঢাকায় সাংবাদিকতা শুরু সাপ্তাহিক নয়াবার্তা পত্রিকায় তাঁর হাতেখড়ি। পরে দৈনিক বাংলার বাণী,সাপ্তাহিক ম্যাগাজিন ছুটি,মুক্তিবাণী, দৈনিক খবরসহ বেশ কয়েকটি কাগজে ভিন্নধর্মী ফিচার ও অনুসন্ধানী প্রতিবেদন লিখেছেন। মহান মুক্তিযুদ্ধ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তাঁর অনেক লেখা রয়েছে। তিনি বাংলার বাণী, দৈনিক মানব জমিন, দৈনিক মুক্তকণ্ঠ ও দৈনিক জনতা পত্রিকায় ফিচার লিখেছেন। আশির দশকের শেষ দিকে তাঁকে পারিবারিক কারনে নিজ বাড়িতে চলে আসতে হয়। বাড়িতে আসার পর দৈনিক বাংলার বাণীর তৎকালীন বৃহত্তর সিলেটের সীমান্ত প্রতিনিধিসহ সাপ্তাহিক ছুটি ম্যাগাজিনে হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেন। ২০০৬ সালে দেশে প্রথম ২৪ ঘন্টা স্যাটেলাইট টেলিভিশন “সিএসবি নিউজ” পরে সময় টেলিভিশনে ছয় বছর হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। ২০১৬ সালে তিনি শারিরীক অসুস্থতার কারনে সময় টিভি থেকে অব্যাহতি নেন। ২০১৭-১৮ সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ক্রাইম ওয়ার প্রজেক্টে হবিগঞ্জের চুনারুঘাট ও বাহুবল উপজেলার তথ্য সংগ্রাহক ও গবেষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার বিশেষ প্রতিনিধি (হবিগঞ্জ) ও ত্রৈমাসিক শব্দকথার সম্পাদকীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কবিতা, প্রবন্ধ ও একজন রম্য লেখক। নির্লোভ, নিঃঅহংকার ও প্রচারবিমুখ এই লেখক হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত ৰাসুল্লা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা স্কুল শিক্ষক আব্দুর রউফ ও মাতা মতিউন্নেছা। ২ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি তৃতীয় স্ত্রী, ১ কন্যা ও ১ পুত্র সন্তান নিয়ে তাঁর সংসার।




আর্কাইভ