মাহবুব নাহিদ (mahbub nahid)

প্রথম পাতা » জীবনী » মাহবুব নাহিদ (mahbub nahid)


মাহবুব নাহিদ


মাহবুব নাহিদ কীর্তনখোলা নদীর তীরের শহর বরিশালে বেড়ে উঠেছেন। ছোটবেলা থেকেই নানান রকমের নানান কাজের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। উদ্যম আর সাহস নিয়ে এগিয়ে গেছেন জীবনের পথে। ব্রজমোহন বিদ্যালয় থেকে এসএসসি, অমৃত লাল দে মহাবিদ্যালয় থেকে এইচএসসি শেষ করে ভর্তি হন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ছোটবেলা থেকেই সহশিক্ষা কার্যক্রমে তার দারুণ পারদর্শিতা। প্রথমেই তার কৃতিত্ব ফুটে ওঠে আবৃত্তির মাধ্যমে, যুক্ত হন অভিনয়ের সাথে, করেছেন মঞ্চে অভিনয়। তার নির্দেশনায় বহু নাটক মঞ্চায়িত হয়েছে। ছোটবেলা থেকেই অনলাইন পোর্টালে লেখালেখি করতেন। এখন কলাম লিখছেন ইত্তেফাক, যুগান্তর, নয়া দিগন্ত, দৈনিক অধিকারের মতো পত্রিকায়। লিখেছেন দুইটি উপন্যাস, বেশ কয়েকটি যৌথ বইও বের হয়েছে তার। তিনি বর্তমানে এম এম ইস্পাহানি লিমিটেডে সাপ্লাই চেইনে কর্মরত আছেন। চাকরির পাশাপাশি তিনি লেখালেখি আর অন্যান্য কাজ করে থাকেন। অনলাইন নিউজ পোর্টাল খবরবিডি২৪ এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক ফাউন্ডেশনের পরিচালক(প্রশাসন) হিসেবে কাজ করছেন।
প্রকাশিত বইসমূহ
১। নিশীথের স্বপ্ন প্রভাতে সত্য (উপন্যাস)
২। অবলা (উপন্যাস)
তথ্যসূত্র: .২০২০ সালে প্রকাশিত  ‘ভার্সিটি লাইফ ’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ