বুলবুল আহমেদ ( bulbul ahamed)

প্রথম পাতা » জীবনী » বুলবুল আহমেদ ( bulbul ahamed)


বুলবুল আহমেদ

বুলবুল আহমেদ
১৯৯৭ সনের ৩০ শে ডিসেম্বর নেত্রকোনা
জেলার কেন্দুয়া থানায় জন্মগ্রহণ করেন।
ছোট বেলা থেকে সাহিত্যের প্রতি অনুরাগী
ও লিখালিখি।
এ পর্যন্ত তার প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থঃ কবিকথা-১, হৃদয়ের কথামালা, শ্রেষ্ঠ বিকেলের কবিতা, কোনখানে রাখিব প্রনাম, এসো হে বসন্ত অভিসারিণী। গল্প সংকলনঃ শ্রেষ্ঠ বিকেলের গল্প সংকলন ও নোচিবুকের পাতায় পাতায়। সম্পাদিত বইঃ এসো হে বসন্ত অভিসারিণী, শত কবি’র কাব্য।

তথ্যসূত্র: .২০২১  সালে প্রকাশিত , ‘শত কবি’র কাব্য’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ