রীতা ধর ( rita dhor)

প্রথম পাতা » জীবনী » রীতা ধর ( rita dhor)


রীতা ধর

 রীতা ধর 

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দক্ষিন সুয়াবিল গ্রামে ১৯৭৬ সালের ১৩ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শ্রী যুক্ত নির্মল চন্দ্র ধর,মাতা শ্রী মতি রানু প্রভা ধর।পিতা- মাতার পাঁচ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় নিজ এলাকার বিদ্যাপীঠ দক্ষিণ সুয়াবিল প্রাথমিক বিদ্যালয়ে। তিনি নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নাজিরহাট কলেজ থেকে স্নাতক(বিএসসি) পাশ করেন। তিনি সাহিত্যানুরাগী ছিলেন ছোটবেলা থেকেই।বিভিন্ন গুণীজনদের হৃদয়গ্রাহী লেখা তখন থেকেই ভীষণভাবে আকৃষ্ট করতো তাঁকে। এই পর্যন্ত তাঁর লেখা কবিতা ছয়টি যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে। তিনি একজন গৃহিণী। স্বামী রতন কান্তি দেবাশীষ বর্তমানে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন(সিইউজে)র সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। তাঁর দুই পুত্র পরাগ দেব (অধ্যয়নরত),ও প্রত্যয় দেব (অধ্যয়নরত)। তিনি বই পড়া,গান শোনা এবং লেখালেখি করে সময় কাটাতে ভালোবাসেন।

তথ্যসূত্র: .২০২২  সালে প্রকাশিত   ’অন্ধ জোনাকি’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ