শামছুন্নাহার রুবাইয়া ( samsunnaher rubaiya)

প্রথম পাতা » জীবনী » শামছুন্নাহার রুবাইয়া ( samsunnaher rubaiya)


শামছুন্নাহার রুবাইয়া


শামছুন্নাহার রুবাইয়া  জন্ম টাংগাইল জেলার ধনবাড়ি উপজেলার পাইস্কা ইউনিয়নের সোনামুই বাদুরিয়া গ্রামে ৩০ ডিসেম্বর ১৯৭৯ খ্রিস্টাব্দে পিতা বীর মুক্তিযোদ্ধা মো.হানিফ উদ্দিন তালুকদার অবসর প্রাপ্ত সৈনিক। মাতা আমিনা খাতুন। ছয় ভাই বোনের মধ্যে তৃতীয়। প্রাথমিক শিক্ষা লাভ করেন প্যারিআটা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে। ১৯৯৫ খ্রিস্টাব্দে এইচ এস সি পরীক্ষায় প্রথম বিভাগে পাস করেন পাইস্কা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে। ১৯৯৭ খ্রিস্টাব্দে আছিয়া হাসান আলী মহিলা কলেজ থেকে প্রথম বিভাগে এইচ এস সি পাস করেন। ১৯৯৯সালে একই কলেজ থেকে বি এস এস এবং ২০০১ সালে এম এস এস পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাস করেন। বর্তমানে পাঁচ পোটল ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের একজন প্রভাষক। স্বামী রুহুল আমিন রিপন একজন সফল ব্যবসায়ী। একছেলে একমেয়ের আদর্শ জননী। ছেলে রাফিউল ইসলাম রূপক মেয়ে লাযিনা জান্নাতি রিয়া। শখ বই পড়া, ছবি আঁকা, আবৃত্তি, গান শোনা। তিনি ভারতের নদীয়া থেকে প্রেম আগুন কবিতা লিখে পুরস্কৃত হোন।দুটি একক কাব্য গ্রন্থ “নীল আকাশে উড়াও ঘুড়ি” “অভিশাপের মালা” একটি যৌথ গল্পগ্রন্থ প্রকাশ হয়েছে “পয়মন্ত প্রথমা” পনেরো টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার অসাধারণ লিখনীর জন্য পেয়েছেন বহু সন্মাননা। ২০২১সালে দুটি স্বর্ণপদক পেয়েছেন। ২০২১ সালে শিক্ষা ও সাফল্যের জন্য রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার ও পেয়েছে। “সেই তুমি এলে” এলে তাঁর প্রথম উপন্যাস ।
তথ্যসূত্র: .২০২২ সালে প্রকাশিত  “সেই তুমি এলে”   গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ