তারিক সজীব ( tariq sajib)

প্রথম পাতা » জীবনী » তারিক সজীব ( tariq sajib)


তারিক সজীব


তারিক সজীব ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নোয়াগ্রামে ২০মে ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। পিতা মীর অহিদুজ্জামান ও মাতা সৈয়দা রফিয়া খাতুন-এর পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। লেখালেখির জগতে পা রাখেন ছাত্রজীবন থেকেই। জেলা-উপজেলার দৈনিক সাপ্তাহিক, মাসিক, আঞ্চলিক ও জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিক এবং সাহিত্য লেখক হিসেবে কাজ করেছেন । কবিতার পাশাপাশি তাঁর অনেক প্রবন্ধ, ফিচার, ছোটগল্প, সমালোচনা ও উপন্যাস পত্রিকায় প্রকাশিত হয়েছে। লেখালেখির পাশাপাশি অভিনয়, সঙ্গীত, এবং শিক্ষা-সাংস্কৃ-ি তক ও সামাজিক কাজের সাথে সম্পৃক্ত আছেন। ইতিমেধ্যে তাঁর লেখা কাব্যগ্রন্থ “স্মৃতি নষ্ট হয়ে গেছে” ২০১৩, “আবার কবে হবে দেখা” ২০১৪, “তুমি আমারই ছিলে” ২০১৫, “তুমি আজও আছ” ২০১৬, “বিচিত্র প্রবন্ধ সংকলন” ২০১৭,”দয়াল আমার পরশমণি” ২০১৭ (সম্পাদনা), “কোথায় পাব মনের মানুষ” ২০১৮, “সমকালীন চিন্তামালা” ২০১৯ সালে শিরোনামে বিজয় প্রকাশ, মাহি প্রকাশনী থেকে ও “প্রবন্ধবিচিত্রা” ২০২০ সালে সাঁকোবাড়ি প্রকাশন থেকে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে । তিনি বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়ের দপ্তরে কর্মরত আছেন। বাংলা একাডেমি কর্মচারি ইউনিয়ন এর সাবেক যুগ্ম সম্পাদক, একতার বন্ধন সংগঠনের পরিচালক, হৃদয়ে লক্ষ্মী সাহিত্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং সাপ্তাহিক তিতাসের খবরের সহকারী সম্পাদক, নবীনগর উপজেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, লেখা-লেখির স্বীকৃতিস্বরূপ সাপ্তাহিক তিতাসের খবর-এর সেরা ‘সৃজনশীল ফিচার লেখক ২০০৮’ এর পুরস্কার
লাভ করেন।
তথ্যসূত্র: .২০২১ সালে প্রকাশিত  ‘তোমার প্রতীক্ষায়’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ