এস. এম. শাওয়ান মনির ( s.m.shaoyan monir)

প্রথম পাতা » জীবনী » এস. এম. শাওয়ান মনির ( s.m.shaoyan monir)


এস. এম. শাওয়ান মনির

এস. এম. শাওয়ান মনির ঢাকার কেরাণীগঞ্জ থানার আবদুল্লাহপুর ভাওয়ার ভিটি গ্রামে ১৯৬৩ ইং সনের ২০শে ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। পিতা হাছান আলী সাহেব এবং মাতা কুলসুম বেগমের দ্বিতীয় সন্তান ।

এই কবি অনেক অনেক প্রতিকূলতার মাঝেও কাব্যচর্চায় একান্তই নিরলস। তিনি লিখেছেন মনুষ্যত্বের মূল্যায়নে গল্প, উপন্যাস, কখনো কখনো মরমি-সংগীত ও কবিতা ।
কুসংস্কার আচ্ছাদিত হিংসার রোসানলে বসবাস করেও মনুষ্যত্বের মূল্যায়নই তার সাহিত্য কর্মের বিভিন্ন শাখায় ফুটে উঠেছে।
মানবতাবাদী এই কবি মনে প্রাণে বিশ্বাস করেন, মনুষ্যত্বই হচ্ছে প্রত্যেক মানব জীবনের অভীষ্ঠ লক্ষ্য। তিনি বলেন, যে যে অবস্থানেই থাকুক না কেন, স্ব-স্ব অবস্থানে থেকেই মনুষ্যত্বের কর্তব্য সম্পন্ন করা যায় ।
মানবতাবাদী এই কবি নিজেকে অনেক দিন যাবত বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রেখেছিলেন। যেমন-বাংলা একাডেমি, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার, শিল্পী সমিতি, বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ লেখক সংঘ, সুসাস সংঘ আরও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে বিনা পারিশ্রমিকে সংযুক্ত রেখেছিলেন। বর্তমানে সময়ের অভাবে আর যোগাযোগ রক্ষা করতে পারছেন না। মানবতাবাদী এই কবি, যেমন গান লিখছেন, তেমনই দরদ দিয়ে গেয়েও থাকেন। তিনি নিজে একজন আধ্যাত্মিক মানুষ তাই আধ্যাত্মিক গানই লিখে থাকেন। তিনি পেশার একজন হোমিওপ্যাথিক চিকিৎসক।
হাজারো প্রতিবন্ধকতার মাঝেও নিরবে লিখেই চলেছেন। বিভিন্ন মিডিয়ার যুগে ঢাকার কাছে বাসবাস করেও নিজেকে অনেকটা আড়াল করে রেখেছেন।
এই কবি জাগতিক লোভ-লালসা ত্যাগ করে মনুষ্যত্বের কথা মনমগজে বাস্তবতায় নিজেকে ডুবিয়ে রেখেছেন। সত্যিকার অর্থেই তিনি একজন আদর্শ মানবতার সাহিত্যিক-মনুষ্যত্বের কবি।
তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত  ‘আল্লাহর সাথে মানুষের সম্পর্ক’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ