আব্দুল্লাহ-আল-মুজাহিদ ( abdullah-al-mujahid)

প্রথম পাতা » জীবনী » আব্দুল্লাহ-আল-মুজাহিদ ( abdullah-al-mujahid)


আব্দুল্লাহ-আল-মুজাহিদ

আব্দুল্লাহ-আল-মুজাহিদ
পছন্দ করেন কোলাহল থেকে দূরে সরে পড়াশোনা ও ধ্যান করতে এবং মাঝেমধ্যে ভ্রমণ থাকলে খুব ভালো হয়। তিনি মনে করেন এই মহাবিশ্ব শেখার সেরা পাঠশালা। পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে। জন্ম- লালমনিরহাটের আদিতমারী থানার দক্ষিণ বালাপাড়া গ্রামে- ১৯৮২ সালে। পিতা- মৃত অধ্যক্ষ শহীদুর রহমান, মাতা- মৃত সাহেরা বেগম । সাবিনা ইয়াসমিন রিক্তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ। এক সন্তানের জনক। কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক । বই হিসেবে এটি তাঁর দ্বিতীয় প্ৰকাশ ৷

তথ্যসূত্র: .২০২৩  সালে প্রকাশিত  ‘গভীর ধ্যান’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ