ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস (dr.zahagir alom biswash)

প্রথম পাতা » জীবনী » ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস (dr.zahagir alom biswash)


ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস

ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস পিতাঃ মৃত আব্দুস সামাদ বিশ্বাস, মাতাঃ উম্মে কুলসুম, জন্মঃ ১৫ অক্টোবর ১৯৮২ সন, মাতুলালয় চুয়াডাঙ্গা জেলার চন্ডীপুর গ্রামে। শৈশব কেটেছে পৈত্রিক নিবাস পীরপুরকুল্লা গ্রামে। শিক্ষাঃ যশোর বোর্ডের অধীন কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে এসএসসি বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে কুষ্টিয়া মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল হতে ডিএমএফ এবং ফাষ্ট ক্যাপিটাল ইউনির্ভারসিটি অব বাংলাদেশ এর অধীন- পাবলিক হেলথ ডিপার্টমেন্ট হতে বিপিএইচ কোর্স সমাপ্ত করেন।
অনুপ্রেরনাঃ
বাবা-মা দাদা দাদি নানা নানি ও আমার সন্তান । লেখকের প্রকাশিত বইঃ
শিশুতোষ কাব্যগ্রস্থ “বুনো ঝোপে বৃষ্টি এলো” প্রকাশ- কালঃ একুশে বইমেলা- ২০১৬।
ফুলের হাসি, প্রকাশ কাল- একুশে বইমেলা- ২০১৮ আমার সোনার বাংলাদেশ, প্রকাশ কাল- একুশে বইমেলা- ২০১৯
ভন্ড শেয়ালের কান্ড, প্রকাশ কাল- একুশে বইমেলা- ২০২০
বাংলার মধুমাস, প্রকাশ কাল-একুশে বইমেলা- ২০২২ গোয়েন্দা সিরিজের প্রথম উপন্যাস- ইতিহাসের খোঁজে তিন গোয়েন্দা, প্রকাশ কাল- একুশে বইমেলা -২০২৩

তথ্যসূত্র: .২০২৩  সালে প্রকাশিত  ‘কোকেন কান্ডে কিংস কাইট’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ