আমেনা আফতাব (amena aftab)
প্রথম পাতা » জীবনী » আমেনা আফতাব (amena aftab)আমেনা আফতাব জন্ম: ১২ মার্চ, ১৯৫২ খ্রিস্টাব্দ সিলেট শহরের জিন্দাবাজার। পিতা আফতাবুর রাজা চৌধুরী, মাতা আনোয়ারা চৌধুরী। পৈত্রিক নিবাস সিলেটের বালাগঞ্জ উপজেলার লামাপাড়া গ্রামে। তার শিক্ষা জীবন শুরু সিলেট সরকারি অগ্রগামী স্কুলে। সিলেট উইমেন্স কলেজ থেকে এইচ. এস. সি. পাস করার পর ও মুরারী চাঁদ কলেজ থেকে বিএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান কোর্সে পড়াশুনা করেন। বিয়ের পর স্বামীর কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন শিক্ষক প্রশিক্ষন ইনস্টিটিউট থেকে বিএড (১ম শ্রেণী), এমএড (১ম শ্রেণী) এবং বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনস্টিটিউট (রাজশাহী শাখা) থেকে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান সার্টিফিকেট কোর্সে ১ম বিভাগ লাভ করেন। তার প্রথম লেখা গল্প প্রকাশিত হয় দৈনিক সংবাদে ১৯৬৬ সালের শেষের দিকে ।
তথ্যসূত্র: .২০১৮ সালে প্রকাশিত ‘সিলেটের বরেণ্য ব্যক্তিত্ব’ গ্রন্থ থেকে সংকলিত।