মাসুদ আহমেদ (masud ahmed)

প্রথম পাতা » জীবনী » মাসুদ আহমেদ (masud ahmed)


মাসুদ আহমেদ


মাসুদ আহমেদ জামালপুর জেলার সরিষাবাড়িতে বাবার কর্মস্থলে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলায়। বাবা মরহুম এম এ ওয়াহেদ। মা মরহুমা রাজিয়া ওয়াহেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে ১৯৮১ সালে সরকারি চাকরিতে যোগদান করে এখনো কর্মরত। এ পর্যন্ত এক শ’ ষোলোটি ছোটগল্প এবং সাতটি উপন্যাস রচনা করেছেন। এইসব সাহিত্যকর্মভিত্তিক টেলিফিল্ম ও নাটক রচিত হয়েছে দশটি। ডঃ মুহম্মদ শহীদুল্লাহ সাহিত্য পুরস্কার, শেরে বাংলা এ কে ফজলুল হক সাহিত্য পুরস্কার, নাট্যসভা সাহিত্য পুরস্কার, বঙ্গবন্ধু একাডেমী এওয়ার্ড, ফুলকলি স্বর্ণপদকসহ নানা পুরস্কারে ভূষিত এই লেখক পুরোনো দিনের বাংলা গানের একজন শখের কণ্ঠশিল্পী। তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘চৈত্রপবন ও দিগন্তরেখা’ উল্লেখযোগ্য পাঠকপ্রিয়তা পেয়েছে। যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা Author House কর্তৃক প্রকাশিত তাঁর উপন্যাস ‘Dusk Dawn and Liberation’ ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডায় পাঠকদের মনোযোগ আকর্ষণ করেছে। মাসুদ আহমেদের প্রিয় বিষয়গুলো হচ্ছে মানুষের জন্য ভালোবাসা, প্রকৃতি ও সঙ্গীত। মাসুদ আহমেদের স্ত্রী রিফাত রেজা বনানী বিদ্যানিকেতনে শিক্ষকতা করেন।
তথ্যসূত্র: .২০১৯ সালে প্রকাশিত  ‘বিকেল শেষের আলো’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ