তাওসিয়া তাবাস্সুম রায়া (taosia tabasum raya)

প্রথম পাতা » জীবনী » তাওসিয়া তাবাস্সুম রায়া (taosia tabasum raya)


তাওসিয়া তাবাস্সুম রায়া


তাওসিয়া তাবাস্সুম রায়া  ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল (ESS), ধানমন্ডি শাখায় স্ট্যান্ডার্ড ফোর এর শিক্ষার্থী। জন্মঃ ঢাকায়, ১৪ ফেব্রুয়ারি ২০১২। রায়া শৈশব হতেই পশুপাখি, প্রকৃতির প্রতি নিবিড় ভালবাসা নিয়ে বেড়ে উঠছে। তার কল্পনায় খেলা করে সুন্দর সুন্দর সৃজনশীল ভাবনা। যা তার গল্পে ও আঁকা ছবিতে বাঙ্ময় হয়ে ওঠে। রায়ার পোষা বিড়াল লাইকাকে নিয়ে তার অবসর সময় কাটে বিভিন্ন মুডের হাঁস নিয়ে এবার রচিত হলো রায়ার তৃতীয় গ্রন্থ “গল্পে গল্পে হাঁস”।
প্রকাশিত গ্রন্থ : রায়ার প্রথম রচিত গ্রন্থ “The Circle of Life” (জীবনবৃত্ত) ২০২০ সালে এবং দ্বিতীয় গ্রন্থ “রঙতুলিতে গল্পকথা” ২০২২ সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে।
তথ্যসূত্র: .২০২৩  সালে প্রকাশিত   ’গল্পে গল্পে হাস’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ