শামীমা বেগম (shamima begum)

প্রথম পাতা » জীবনী » শামীমা বেগম (shamima begum)


শামীমা বেগম

শামীমা বেগম এর জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার হীরাপুর গ্রামে নানার বাড়িতে। বাবা মোঃ আবুল কাসেম ভূঁইয়া, মা জুলেখা খাতুন। আট ভাইবোন ও প্রতিবেশীদের নিবিড় সান্নিধ্যে মফস্বলের ছায়াঘেরা সুন্দর পরিবেশে তার বেড়ে ওঠা।
পড়াশুনা :  জেলা শহরে শৈশব, কৈশোর, কলেজ পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস সম্পন্ন করেন ।
পেশা:   ১৯৯৯ সালে ১৮ তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন।
বর্তমান কর্মস্থল : ডিআইজি (কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স উইং) স্পেশাল ব্রাঞ্চ, রাজারবাগ, ঢাকায় কর্মরত আছেন।
পছন্দ: : তিনি নিজেকে একজন সংবেদনশীল ও মানবিক চেতনার মূল্যবোধে প্রগতিশীল মানুষ ভাবতে পছন্দ করেন। চ্যালেঞ্জিং পেশার পাশাপাশি সৃজনশীল চর্চা, ভ্রমণ, প্রকৃতি ও মানব প্রেম হয়ে ওঠে তার জীবনের অবিচ্ছেদ্য অনুষঙ্গ।
প্রকাশিত গ্রন্থ : জীবন স্তব্ধ-জেগে ওঠে শব্দ, পিটিসি টাঙ্গাইলের স্মারকগ্রন্থ ‘প্রতীতি’।
কাব্যগ্রন্থ : যৌথ কাব্যগ্রন্থ: নৈঃশব্দ্যের ণ্ডঞ্জরন, স্মৃতির উঠোন, ভালোবাসার অনুকাব্য ১, ২ ও ৩ । যৌথ কাব্যগ্রন্থ: চিত্রকাব্য, অতৃপ্ত আর্তনাদ, আমার প্রেম তোমার জন্য কবিতা ও ছায়াময়ী।

তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত   ’নৈঃশব্দ্যের ণ্ডঞ্জরন’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ