জেমস হেডলি চেজ (jems hedli ches)

প্রথম পাতা » জীবনী » জেমস হেডলি চেজ (jems hedli ches)


জেমস হেডলি চেজ’র




জেমস হেডলি চেজ’র   তিনি ২৪শে ডিসেম্বর ১৯০৬ সালে লন্ডন, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি ঔপনিবেশিক ভারতীয় সেনাবাহিনীর কর্ণেল ফ্রান্সিস রেমন্ডের পুত্র, একজন ভেটেরিনারি সার্জন। তাঁর বাবা চেয়েছিলেন, ছেলের ভালো একটা বৈজ্ঞানিক কর্মজীবন হোক। কিন্তু বাবার ইচ্ছাকে মূল্য না দিয়ে তিনি ১৮ বছর বয়ছে অজানাকে জানার জন্য বাড়ি ছেড়ে চলে যান। বাস্তবতার মুখে তিনি বিভিন্ন সময়ে পত্রিকা বিক্রি করেন, বইয়ের দোকানের বিক্রয়কর্মীর কাজ করেন এবং শেষে একটি বইয়ের দোকানের মালিক হয়ে ওঠেন। একটা সময় তাঁর বই ব্যবসার অভিজ্ঞতার সাথে মিলিয়ে তিনি অনুধাপন করেন যে, গ্যাংস্টার ও থ্রিলার গল্পগুলির প্রতি মানুষের প্রচণ্ড চাহিদা রয়েছে।
সেই জন্য পরবর্তিতে তিনি সম্পূর্ণ রহস্য গল্পের লেখক হিসেবে সাহিত্য পেশায় আত্ম নিয়োগ করেন এবং নিজস্ব বইয়ের প্রকাশনা শুরু করেন । তিনি পায় ৯০টির বেশি রহস্য উপন্যাস রচনা করেন। এই উপন্যাসগুলি অত্যন্ত রহস্য ঘেরা প্রেক্ষাপটের ভেতর দিয়ে জ্ঞান ও সাহিত্য কৌশলের মাধ্যমে জনপ্রিয় হয়েছিল। এভাবে এক সময় তিনি বিখ্যাত থ্রিলার লেখক হয়ে ওঠেন। তাঁর বইগুলো এখনও সমান জনপ্ৰিয় ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি স্কোয়াড্রন লিডার পদে রয়্যাল এয়ার ফোর্সে সফলভাবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৫৬ সালে ফ্রান্সে এবং তারপর ১৯৬৯ সালে সুইজারল্যান্ডে চলে যান। ১৯৭৪ সাল থেকে তিনি সম্পূর্ণভাবে নির্জন জীবন যাপন শুরু করেন এবং ৬ ফেব্রুয়ারি ১৯৮৫ সালে  তিনি মৃত্যুবরণ করেন ।
তথ্যসূত্র: ২০২৩ সালে প্রকাশিত  ‘দ্য ওয়ে দ্য কুকি ক্র্যাম্বলস’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ