ডক্টর ফর আল-সিদ্দিক ( dr.f.r.al-siddque)

প্রথম পাতা » জীবনী » ডক্টর ফর আল-সিদ্দিক ( dr.f.r.al-siddque)


ডক্টর ফর আল-সিদ্দিক

ডক্টর ফর আল-সিদ্দিক ৫ই সেপ্টেম্বর ১৯৩৪ খ্রিষ্টাব্দে ঢাকা জেলার নবাবগঞ্জ, থানার আগলা ইউনিয়নের চরমধুচারিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন ।

১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে সম্মান শ্রেণিতে বিএসসি ও ১৯৬১ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন।
১৯৭০ সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
১৯৬১ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত প্রথমে ঢাকা মেডিকেল কলেজের অধীনে অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল এক্সামিনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন। পরবর্তী সময় ঢাকা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের রসায়ন শাস্ত্রের লেকচারার হিসেবে কাজ করেন।
১৯৬৩ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত পরমাণু শক্তি কমিশনের বিভিন্ন পদে চাকুরীর পর ১৯৯২ সালেই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ইন্সটিটিউট অভ নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলোজির পরিচালক হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
শিক্ষা ও চাকরি জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দুই বছর তেহরান সেন্টো ইন্সটিটিউট অভ নিউক্লিয়ার সায়েন্সে পৌনে দুই বছর এবং ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে চার বছর পাঁচ মাস পোস্ট গ্রাজুয়েট গবেষণায় এবং সুইজারল্যান্ডের ফেডারেল পরমাণু চুল্লি গবেষণা ইনস্টিটিউটে তেরো মাস পোস্ট ডক্টরাল গবেষণায় নিয়োজিত ছিলেন ।
চাকরি জীবনের বাকি দিনগুলিতে পরমাণু শক্তি কমিশনের লাহোর, ঢাকা ও সাভারস্থ গবেষণাগারে নিউক্লিয়ার বিজ্ঞানের শান্তিপূর্ণ ব্যবহারের গবেষণায় নিযুক্ত ছিলেন। একজন পরাজিত সৈনিকের জীবনালেখ্য বইটি গবেষণা, জীবন, কর্মকান্ডের উপর সাক্ষাৎকার ভিত্তিক ব্যতিক্রমী একটি বই।
তথ্যসূত্র:  ২০২৩  সালে প্রকাশিত  ‘একজন পরাজিত সৈনিকের জীবনালেখ্য’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ