সাবরিনা সাবা মার্শা ( sabrina saba marsha)

প্রথম পাতা » জীবনী » সাবরিনা সাবা মার্শা ( sabrina saba marsha)


সাবরিনা সাবা মার্শা


সাবরিনা সাবা মার্শা   জন্ম ৭ই ডিসেম্বর রংপুরে। শান্ত মারিয়াম ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করেছেন ২০১০ সালে। ২০১৪ সাল থেকে দেশের বাইরে আছেন। ২০১৮ সালে সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি থেকে অ্যাপারেল প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড মার্চেন্ডাইজিং-এ প্রথম মাস্টার্স শেষ করেছেন। কানাডার ইউনিভার্সিটি অফ আলবার্টাতে দ্বিতীয় মাস্টার্স করেছেন টেক্সটাইল সায়েন্সে ।লেখালিখির শুরু ২০০০ থেকে । লেখালিখির পাশাপাশি আবৃত্তি করতে পছন্দ করেন। ভালোবাসেন খালি পায়ে ঝুম বৃষ্টিতে ভিজতে। ঘুরতে পছন্দ করেন, পরিচিত হতে পছন্দ করেন সবধরনের মানুষের সাথে। এরকম আরও অনেক কিছু আছে তাঁর ভালোলাগার তালিকায়। ২০০৪ এবং ২০১০ সালে কিছু লেখা যুগের আলো আর সমকাল পত্রিকার কুঁড়ির পরে পাতায় প্রকাশিত হয়েছি- ল। ২০২২ সালের অমর একুশে বইমেলায় সাবরিনা সাবা মার্শার প্রথম কাব্যগ্রন্থ অক্টোপাসের আলিঙ্গন প্রকাশ পায় আজব প্রকাশ থেকে । তুমি নামের শূন্যতা কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ ।
তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত   ’তুমি নামের শূন্যতা’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ