শামীম-উল আলম (shamim-ul alam)

প্রথম পাতা » জীবনী » শামীম-উল আলম (shamim-ul alam)


শামীম-উল আলম


শামীম-উল আলম  বাংলার সাংস্কৃতিক জেলা হিসাবে অভিহিত বৃহত্তর কুষ্টিয়ার অধুনা চুয়াডাঙ্গা জেলা শহরে ১৯৬০ সালের ৮ ফেব্রুয়ারি এক সম্রান্ত পরিবারে  শামীম-উল আলম এর জন্ম।
স্বাধীনতা যুদ্ধের সময় চুয়াডাঙ্গা ছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী। প্রযোদ্ধাদের সহযোগিতা করেছেন বলে এ কবির এক নীরব অংহকার ও রয়েছে। পিতা-মাতার দ্বিতীয় সন্তান তিনি গতানুগতিক শিক্ষা গ্রহণের পর বিভিন্ন বিদেশী সংস্থা ও দেশীয় কোম্পানিতে চাকরি করেছেন। বর্তমানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী। খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন-এর চেম্বারে আইনজীবী হিসেবে ২০০০-২০১১ পর্যন্ত সংযুক্ত ছিলেন।
তাঁর মায়ের নাম মনোয়ারা বেগম। বাবা আব্দুল মাবুদ মিয়া। সহধর্মিনী সালমা ফৌজিয়া নূর । তিন পুত্র ডাঃ সালসাবিল ইবনে শামীম (অর্ণব), আহমেদ কামাল ও আজমাদ আব্দুলাহ। একমাত্র কন্যা আমাতুর রহমান (আদিবা)।
তথ্যসূত্র: .২০১২ সালে প্রকাশিত  ‘স্বাধীনতা তুমি’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ