আগাথা ক্রিস্টি (agatha kristy)
প্রথম পাতা » জীবনী » আগাথা ক্রিস্টি (agatha kristy)
আগাথা ক্রিস্টি ১৮৯০ সালের ১৫ই সেপ্টেম্বর ডেভনের টর্কের এক ধনাঢ্য উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ফ্রেডরিক আলভা ‘ফ্রেড’ মিলার এবং মাতা ক্লারিসা মার্গারেট ‘ক্লারা’ মিলার (বিবাহপূর্ব বোমার)। আগাথা ক্রিস্টি তিন ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন । তিনি একজন ইংরেজ লেখিকা ছিলেন । তিনি ৬৬টি গোয়েন্দা উপন্যাস ও ১৪টি ছোটগল্প সংকলনসহ মোট ৮০টি বই লেখেছেন। তাঁর রচিত বইগুলোর মধ্যে গোয়েন্দা এরকুল পোয়ারো (Hercule Poirot) ও মিস মার্পল-এর (Miss Marple) কাহিনিগুলো অন্যতম । তাকে রহস্য উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উদ্ভাবনী লেখকদের একজন হিসেবে গণ্য করা হয় । তার ডাক নাম ‘দ্য কুইন অফ ক্রাইম’ (অপরাধ উপন্যাসের রাণী বা রহস্য সাম্রাজ্ঞী)। তিনি বিশ্বের দীর্ঘতম সময় ধরে মঞ্চস্থ নাটক ‘দ্য মাউস্ট্র্যাপ’ রচনা করেছেন । নাটকটি ১৯৫২ থেকে ২০২০ সাল পর্যন্ত ‘ওয়েস্ট এন্ড থিয়েটারে’ মঞ্চস্থ হয়েছে। এছাড়া তিনি ‘ম্যারি ওয়েস্টম্যাকট’ ছদ্মনামে ছয়টি উপন্যাস রচনা করেছেন।
সাহিত্যে অবদানের জন্য ১৯৭১ সালে তাকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের ‘ডেম কমান্ডার’ খেতাবে ভূষিত করা হয় । গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর তথ্যানুসারে অগাথা ক্রিস্টি বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রীত বইয়ের লেখক এবং যে কোন ধরনের সাহিত্যকর্মের সর্বাধিক বিক্রীত লেখক । তাঁর বই বাংলা ভাষাসহ সর্বমোট ৫৬টি ভাষায় অনূদিত হয়েছে।
তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত ‘ডেথ ইজ ইনিভিট্যাবল’ ’ গ্রন্থ থেকে সংকলিত।