খান মুহাম্মদ মঈনুদ্দীন(জীবনী)

প্রথম পাতা » জীবনী » খান মুহাম্মদ মঈনুদ্দীন(জীবনী)


খান মুহাম্মদ মঈনুদ্দীন

খান মুহাম্মদ মঈনুদ্দীন
সাহিত্যিক সুপরিচিত কবি খান মুহাম্মদ মঈনুদ্দীনের জন্ম চারিগ্রাম, মানিকগঞ্জ, ৩০.১০.১৯০১। স্থানীয় পাঠশালা দ্বিতীয় শ্রেণিতে পাঠকালে মাতার ও পঞ্চম শ্রেণিতে পাঠকালে পিতার পরলোকগমন হয়। চরম দারিদ্র্যে নিঃপতিত হয়ে ভাগ্যান্বেষণে কলকাতায় গমন ও বই বাঁধাইয়ের কাজ গ্রহণ। কলকাতায় একটি নাইট স্কুলে কিছুকাল অধ্যয়ন করেন। অতঃপর কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতায় যোগদান ও সাহিত্য সাধনায় আত্মনিয়োগ। ১৯২৩-এ সাপ্তাহিক ‘মুসলিম জগৎ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নিযুক্ত হন। এ পত্রিকায় বিদ্রোহী শীর্ষক সম্পাদকীয় প্রকাশের দায়ে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হন। হুগলী জেলে কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে একই কামরায় বাস করেন। এ সময়ে উভয়ের মধ্যে বন্ধুত্ব স্থাপিত। পাকিস্তান সৃষ্টির পর কলকাতা ছেড়ে ঢাকায় আগমন করেন। ঢাকার বাংলাবাজারে পুস্তক ব্যবসা প্রতিষ্ঠান ‘আলহামরা লাইব্রেরি’ প্রতিষ্ঠা (১৯৪৮) করেন। পাকিস্তানের অস্তিত্ব ও এর আদর্শের প্রতি অত্যুৎসাহী মনোভাব প্রকাশ। পূর্ববঙ্গ সরকার কর্তৃক গঠিত ভাষা কমিটির (১৯৪৯) সদস্য হিসেবে তৎকর্তৃক বাংলা ভাষার অনৈসলামিক অনুষঙ্গ দূর করার সুপারিশ করেন। রবীন্দ্র-সাহিত্য পাকিস্তানের ‘তাহযিব-তমদ্দুনের পরিপন্থী এ বক্তব্য উপস্থাপন করে ১৯৬১-তে পূর্ব বাংলায় রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালনের বিরোধিতা করে বক্তৃতা-বিবৃতি প্রদান করেন। ১৯৬৭-তে পাকিস্তান সরকার রেডিও ও টেলিভিশন থেকে রবীন্দ্র সঙ্গীত প্রচার বন্ধের সিদ্ধান্ত নিলে তিনি তা সমর্থন করেন। ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে বিবৃতি দান করেন। কবিতা, গল্প, উপন্যাস ও জীবনী গ্রন্থের প্রণেতা। কবি কাজী নজরুল ইসলামের জীবন উপর স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘যুগস্রষ্টা নজরুল’ (১৯৫৭) রচনা করে খ্যাতি অর্জন করেন । প্রকাশিত গ্রন্থাবলী: শিশুতোষ গ্রন্থ- মুসলিম বীরাঙ্গনা (১৯৩৬), আমাদের নবী (১৯৪১), খোলাফায়ে রাশেদীন (১৯৫১), সোনার পাকিস্তান (১৯৫৩), বাবা আদম (১৯৫৭), আরব্য রজনী (১৯৫৭), স্বপন দেখি (১৯৫৯), শাপলা শালুক (১৯৬২); কাব্য- পালের নাও (১৯৫৬), আর্তনাদ (১৯৫৮), হে মানুষ (১৯৫৮); উপন্যাস- অনাথিনী (১৯২৬), নয়া সড়ক (১৯৬৭); গল্পগ্রন্থ- প্রদর্শন। তাঁরপ্রত্যেকটি রচনা ভাবে ও ভাষায় সমৃদ্ধ। সরল ও প্রাণস্পর্শী ভাষায় তাঁর শ্রেষ্ঠ কবিতাগ্রন্থ। এতে মানুষের জয় গান সাবলীল পদ্যে বাণীমণ্ডিত। যুগস্রষ্টা নজরুল গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার (১৯৬০), শিশু-সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার(১৯৬০) ও একুশে পদক (১৯৭৮) লাভ করেন। ১৬ ফেব্রুয়ারি ১৯৮১ খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন।




আর্কাইভ