জাহিদুল ইসলাম সাদী (zahidul islam shadi)
প্রথম পাতা » জীবনী » জাহিদুল ইসলাম সাদী (zahidul islam shadi)জাহিদুল ইসলাম সাদী তিনি কিশোরগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রতন মিয়া, দুই ভাই দুই বোনের মধ্যে লেখক ছোট । পিতা মাতার ইচ্ছানুসারেই তিনি মাদ্রাসায় ভর্তি হন ।
গ্রামের মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর ব্রাহ্মণবাড়িয়া ও গাজীপুরসহ আরও কয়েকটি জেলার স্বনামধন্য মাদ্রাসায় পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসায় দাওরায়ে হাদিসে (মাস্টার্স সমমান) অধ্যয়নরত।
পাশাপাশি দ্বীন প্রচারের স্বার্থে জাগতিক শিক্ষাও অর্জন করছেন। অর্থাৎ সূরাটি আহমদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তম ফলাফল পেয়ে প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনেন। বর্তমানে তিনি এই মাদ্রাসাতেই আলিমে অধ্যয়নরত আছেন ।
পরিবারের সবার ইচ্ছে ছিলো, তিনি একজন বড় বক্তা হবেন । কিন্তু তিনি ছোট থেকেই লেখালেখি খুব পছন্দ করতেন। আর শৈশব থেকেই তার লেখালেখির হাতেখড়ি। বর্তমানে তিনি অনেকগুলো পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। সেই সাথে তিনি নিজস্ব প্রতিষ্ঠান “মাসিক সাহিত্য পয়গাম” পত্রিকার প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে কর্মরত আছেন। পূর্বে অনেক যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হলেও, এটাই তার প্রথম এবং একক গল্পগ্রন্থ ।
তথ্যসূত্র: .২০২২ সালে প্রকাশিত ‘নন্দিত কারাগার’ গ্রন্থ থেকে সংকলিত।