সোহেল মাহমুদ (sohel mahmud)

প্রথম পাতা » জীবনী » সোহেল মাহমুদ (sohel mahmud)


সোহেল মাহমুদ


সোহেল মাহমুদ জন্ম: ১৮ সেপ্টেম্বর ১৯৯০, রাজবাড়ী। বাবা: মরহুম মোহাম্মদ আলী, মা: শারমিন আক্তার। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক (সম্মান) শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় অনুষদের ব্যাবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি বিগত ১০ বছর ফটোগ্রাফি পেশার সাথে জড়িত। শখের বসে বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে ফটোগ্রাফির সাথে জড়িত থাকলেও পড়াশোনা শেষ করে ২০১৫ সাল থেকে একেই পেশা হিসেবে গ্রহণ করেন। বর্তমানে কে. নাসিফ ফটোগ্রাফিতে একজন ফটোগ্রাফার হিসেবে কর্মরত আছেন। এই পর্যন্ত দেশ এবং বিদেশ মিলে প্রায় ৫০ টি আলোকচিত্র প্রদর্শনীতে সম্মানের সাথে অংশগ্রহণ করেছেন।
ফটোগ্রাফির পাশাপাশি তিনি অবসর সময়ে কবিতা, ছোট গল্প লিখতে ভালোবাসেন । তার লেখা ছোটগল্প থেকে বাছাইকৃত ৭টি গল্প নিয়েই প্রথমবারের মতো প্রকাশিত হলো-“ঘুণ পোকাদের গল্প”।
তথ্যসূত্র: .২০২২  সালে প্রকাশিত  -“ঘুণ পোকাদের গল্প”    গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ