মোঃ কামরুজ্জামান (md.kamruzzaman)

প্রথম পাতা » জীবনী » মোঃ কামরুজ্জামান (md.kamruzzaman)


মোঃ কামরুজ্জামান

মোঃ কামরুজ্জামান ১৯৭৪ সালের ৮ই আগস্ট, বাংলা ১৩৮১ সালের ২২ শ্রাবণ ঝিনাইদহ জেলার মথুরাপুর জিকে কলোনিতে জন্মগ্রহণ করেন। বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত সহকারী সেচ কর্মকর্তা মোঃ বশির উদ্দিন মোল্লা, মাতা মমতাজ বেগম । বাবাও একজন লেখক - ‘মনের মুকুরে’ (২০১৭) এবং ‘রচনা সমগ্র’ (২০২১) নামে ২টি বই প্রকাশিত হয়েছে। ১৯৯১ সালে পোড়াদহ হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৯৩ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে বিবিএস (অনার্স), ১৯৯৮ সালে এমবিএ (ব্যবস্থাপনা) ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে “The Role of Microcredit in Socio Economic Development: A Case Study on BRAC” এর ওপর এমফিল অ্যাওয়ার্ড লাভ করেন। ২০১৭ সালে ভারতের বিখ্যাত International Journal of Humanities and Sccial Science Studies (IJHSSS) থেকে তাঁর “Family Bsed Microcredit Model: A New Dimension” গবেষণা প্রবন্ধটি প্রকাশিত হয়েছে। চাকরিজীবনে ২০০৫ সাল থেকে টিএন্ডটি কলেজ, মতিঝিল ঢাকায় ব্যবস্থাপনা বিভাগে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। তিনি একজন গবেষক, লেখক এবং পাঠ্যবই প্রণেতা। তাঁর লেখা অন্যতম গ্রন্থগুলো : ১. ব্যবস্থাপনার নীতিমালা, ২. ব্যবসায় পরিচিতি, ৩. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ৪. Principles of Management, ৫. বিক্রয় ব্যবস্থাপনা, ৬. অন্তর্জাতিক ব্যবসায়, ৭. ব্রান্ড ব্যবস্থাপনা, ৮. ক্ষতিপূরণ ব্যবস্থাপনা, ৯. প্রকল্প ব্যবস্থাপনা, ১০. উদ্যোক্তা উন্নয়ন, ১১. বাংলাদেশ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, ১২. ১০০ উদ্যোক্তা।
তাঁর স্ত্রী রোমানা আফরিন বিএসসি (অনার্স), এমএসসি (পদার্থ বিজ্ঞান), পুত্র মুহাম্মাদ তানজিরুল ইসলাম, কন্যা জান্নাতুল ফেরদৌস এবং জান্নাতুল মাওয়া ।

তথ্যসূত্র:. ২০২১ সালে প্রকাশিত  ‘১০০ উদ্যোক্তা’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ