আজমেরিনা শাহানী ( azmerina shahani)

প্রথম পাতা » জীবনী » আজমেরিনা শাহানী ( azmerina shahani)


আজমেরিনা শাহানী


আজমেরিনা শাহানী  জন্ম ১৫ জানুয়ারি, যশোর। লেখালিখির সাথে সখ্যতা সেই স্কুল জীবন থেকেই । গল্প, কবিতা ও উপন্যাসের পাশাপাশি বর্তমানে বিভিন্ন অনলাইন পোর্টালে ফিচার লিখছেন তিনি। তার লেখা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে চূড়ান্ত মনোনীত হয়েছে । নিকোটিন মেঘ তার প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ । এছাড়াও যৌথভাবে তার আরও কিছু বই প্রকাশিত হয়েছে এবং প্রকাশের অপেক্ষায় রয়েছে। সাহিত্য চর্চা ছাড়াও সংস্কৃতির অন্যান্য অঙ্গনে তার বিশেষ পদচারণ রয়েছে। তিনি আনন্দধারা মিস বাংলাদেশ ফটো জেনিক’র খুলনা বিভাগের চূড়ান্ত পর্বে ১ম রানার্সআপ-এর স্থান অর্জন করেন। তিনি ইডেন মহিলা কলেজ থেকে সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
যাপিত জীবনের নানা অনুষঙ্গই তার লেখালিখির প্রধান উপজীব্য। অসাধারণ শব্দ চয়ন এবং ভাব ও ভাষার যাথার্থ প্রয়োগে সমৃদ্ধ তার লিখন ইতোমধ্যে ভীষণভাবে পাঠকপ্রিয়তা পেয়েছে। মেধা ও প্রজ্ঞার সম্মিলিত প্রয়োগে সাহিত্যের বিস্তৃত পথে প্রদীপ্ত পায়ে হেঁটে যেতে চান তিনি আরও বহুদূর…।
তথ্যসূত্র:. ২০২১ সালে প্রকাশিত  ‘নিকোটিন মেঘ’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ