ওয়াসেল রানা (owasel rana)

প্রথম পাতা » জীবনী » ওয়াসেল রানা (owasel rana)


ওয়াসেল রানা
ওয়াসেল রানা ১৯৮৫ সালে ১৫ ফেব্রুয়া শেরপুর জেলা নালিতাবাড়ী থানা গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সবুজ প্রকৃতি, সবুজ শস্য, ভোরের শিশির, শান্ত মেঠোপথ, ছোট নদী, খোলা পুকুর, শত পাখি- এ যেন গ্রামীণ জীবনের জীবন্ত রূপ- এসব পবিত্র স্পর্শেই শৈশব-কৈশোরে অপ্রাপ্তিতে নয়, পুরো প্রাপ্তিতেই ভেসেছে প্রতিনিয়ত। কৰি পড়াশোনা যতটুকুই করেছে, তার উল্টোপথেই বেশি হেঁটেছে। পড়েছে সাইন্স নিয়ে, পেশায় একজন ফটোগ্রাফার। লেখেন কবিতা, গল্প-গান ও গজল। পাশাপাশি ঢাকার নাট্যতীর্থ নামে একটি নাট্যদলের প্রিয়মুখ। যদিও প্রফেশন ফটোগ্রাফার হিসেবে সকলেই জানে বা চেনে। ফটোগ্রাফার হিসেবে দীর্ঘ ১৬ বছর কাজ করছেন। ব্যক্তি জীবনে বাবা মৃত আব্দুল লতিফ, মা মর্জিয়া বেগম, ভাই রাসেল, বোন সালমা, আর একজনের কথা না বললেই নয়, যিনি নতুন নতুন কবিতা লিখতে উৎসাহিত করেন। তিনি কবির স্ত্রী সাদিয়া আক্তার নিশা পরিশেষে কবির মেয়ে ওয়াসফিয়া নূর, কবির সারাদিনের ক্লান্তির একমাত্র শান্তি

তথ্যসূত্র:. ২০২২  সালে প্রকাশিত   স্মৃতির পাতায় জাতির পিতা, গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ