শীর্ষেন্দু মুখোপাধ্যায় (shirshendhu mukhopaddha)

প্রথম পাতা » জীবনী » শীর্ষেন্দু মুখোপাধ্যায় (shirshendhu mukhopaddha)


শীর্ষেন্দু মুখোপাধ্যায়


 শীর্ষেন্দু মুখোপাধ্যায়   জন্ম : ২ নভেম্বর, ১৯৩৫।
দেশ—ঢাকা জেলার বিক্রমপুর । মোক্তার দাদু আইন ব্যবসা জমাতে দেশ ছেড়ে গিয়েছিলেন ময়মনসিংহে । সেখানে, ব্রহ্মপুত্র নদীর ধারে, জন্ম । শৈশব কেটেছে নানা জায়গায় । পিতা রেলের চাকুরে। সেই সূত্রে এক যাযাবর জীবন । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় । এরপর বিহার, উত্তরবাংলা, পূর্ববাংলা, আসাম । শৈশবের স্মৃতি ঘুরে-ফিরে নানা রচনায় উঁকি মেরেছে । পঞ্চাশ দশকের গোড়ায় কুচবিহার । মিশনারি স্কুল ও বোর্ডিং-এর জীবন । ভিকটোরিয়া কলেজ থেকে আই-এ । কলকাতার কলেজ থেকে বি. এ । স্নাতকোত্তর পড়াশুনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ।
স্কুল-শিক্ষকতা দিয়ে কার্যজীবনের শুরু । এখনও বৃত্তি—সাংবাদিকতা । আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত । ছাত্রজীবনের ম্যাগাজিনের গণ্ডী পেরিয়ে প্রথম গল্প—দেশ পত্রিকায় । প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’ । ‘দেশ’ শারদীয়া সংখ্যায় প্রকাশিত । প্রথম কিশোর উপন্যাস— ‘মনোজদার অদ্ভুত বাড়ি ।
কিশোর সাহিত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিরূপে ১৯৮৫ সালে পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার । এর আগে পেয়েছেন আনন্দ পুরস্কার ।
পরেও আরেকবার ‘দূরবীণ’এর জন্য ।
খেলায় তাঁর উৎসাহ অদম্য । বকসিং, টেনিস, ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস সম্পর্কে যেমন, অ্যাথলিটিক্সেও তেমনই আগ্রহী ।
জীবনের এক সংকটময় মুহূর্তে তিনি জীবনের প্রতি আস্থা ফিরে পান শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে এসে । নিরামিষাশী । ঠাকুরের মন্ত্রশিষ্য । তাঁর রচনাতেও ঘুরে-ফিরে আসে আধ্যাত্মিক অন্বেষণ ।
তথ্যসূত্র:  অষ্টম মুদ্রণ জুন ১৯৯৫ সালে প্রকাশিত  ‘মানব জমিন’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ