আবু বকর সিদ্দীক আবু (abu bokor siddik abu)

প্রথম পাতা » জীবনী » আবু বকর সিদ্দীক আবু (abu bokor siddik abu)


আবু বকর সিদ্দীক আবু

আবু বকর সিদ্দীক আবু  জন্ম ১৯৭৭ সালের ২০ নভেম্বর। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কাচারী পাড়া গ্রামে জন্মগ্রহন করেন লেখক। পিতা মৃত খোদাবাড়, মাতা : মৃত আলেমা বেগম। জন্মের অল্প কিছুদিনের মধ্যেই মৃত্যু হয় বাবা-মায়ের। মামা শামসুল আলম, মামী সালেহা বেগম, আপন সানের মতই লালন-পালন করেন। তিনিও বাবা- মা বলেই ডাকেন। স্ত্রী, এক ছেলে এক মেয়ে নিয়ে এখনও বসবাস করেছেন ৫১বর্তী পরিবারেই। নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও দেবীগঞ্জ সরকারি কলেজ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং স্নাতক ডিগ্রী লাভ করেন লেখক। লেখক ছোট কাল থেকেই ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়েন। এই পর্যড় ২০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন এবং নির্দেশনা দিয়েছেন। কবিতার পাশাপাশি রচনা করেছেন বেশ কয়েকটি মঞ্চ নাটক। তার লিখা নাটকগুলো মঞ্চস্থ্য হয়েছে দেশের বিভিন্ন স্থানে। লেখকের উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে দেবীপুন্যেশ্বরী, একদিনের বাঙ্গালী, বেদনায় সারাটি জীবন, দেশ প্রেম ইত্যাদি। বর্তমানে তিনি বাংলাদেশ গ্রাম থিয়েটার এর তিতুমীর অঞ্চলের সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। এছাড়াও দেবীগঞ্জ থিয়েটারের ‘সাধরন সম্পাদক’, দেবীগঞ্জ উপজেলা সম্বিলিত সাংস্কৃতিক জোটের ‘আহ্ববায়ক’, দেবীগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের ‘সাধারন সম্পাদকের’ দায়িত্ব পালন করেছেন। লেখক সৃজনশীলতার মধ্য থেকে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ এর দেবীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছেন।

তথ্যসূত্র:. ২০১৯  সালে প্রকাশিত  ‘বাসর হয় লাশের আর কবরের’   গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ