ডাঃ এস.এম. আব্দুল হাকিম ( Dr. S.M. Abdul Hakim)

প্রথম পাতা » জীবনী » ডাঃ এস.এম. আব্দুল হাকিম ( Dr. S.M. Abdul Hakim)


ডাঃ এস.এম. আব্দুল হাকিম

কবি ডাঃ এস.এম. আব্দুল হাকিম ১৯৭৯ সালের ২৯ শে জানুয়ারী, কুমিল্লা জেলার, মুরাদনগর থানায় পুটিয়াঝুরি নামক প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা মৃত আব্দুল লতিফ,মাতা মৃত মনোয়ারা বেগম। চার ভাই বোনের মধ্যে কবির অবস্থান তৃতীয়। পিতার চাকুরী সূত্রে পার্বত্য ঘেরা রাঙ্গামাটি জেলার কাপ্তাই নামক স্থানে শৈশব- কৈশোর এর দুরন্তপনা। ছোট্ট বেলা হতে সাহিত্য চর্চা,ডিবেটিং সহ সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। কবি ১৯৯৫ সালে কাপ্তাই উচ্চ বিদ্যালয় হতে স্টার মার্কস সহ এসএসসি, বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা হতে প্রথম বিভাগে এইচএসসি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ডিভিএম স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর ২০০৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ফার্মাকোলজি বিভাগ হতে স্নাতকোত্তর, অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট হতে জিপিএ ৪ সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্ট ম্যানেজমেন্ট দিয়ে চাকুরী শুরু, এরপর ব্র্যাক,পিকেএসএফ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাফল্যের সাথে কাজ করে আসছেন। কবি বর্তমানে ঢাকা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিজি ফিড ও ডিবিএইচএল এ টেকনিক্যাল হেড ও ব্যবস্থাপক হিসাবে কর্মরত আছেন। কবির উল্লেখযোগ্য কাব্য গ্রন্থঃ বিমূর্ত হিয়ার বাস ২০১৫ সালের একুশে বই মেলায় শোভা প্রকাশন হতে প্রকাশিত হয়। এরপর দীর্ঘ বিরতির পর কাব্যহিল্লোল ও কাব্যকরবী ও আয়নাঘর নামে আরও ৩টি একক কাব্য গ্রন্থ ২০২১,২০২২ ও ২০২৩ একুশে বই মেলায় সপ্তর্ষি প্রকাশন হতে প্রকাশিত হয়। এছাড়া বেদনার কোন রঙ নেই, হৃদয়ে একুশ, স্বপ্নের সোহাগী,বাসন্তী, স্বপ্ন আমার কবি হবো, রক্তে ভেজা মাটি, জন্ম শত বর্ষে শেখ মুজিব, কাব্যের কলতান, ছন্দলতা, শেষ বিকেলের কবিতা, জলনূপুরের কান্না, রক্ত নদীর বাকে, ছন্দলতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,নির্জন কাব্য নিকেতন,কবিতার ভূবন, সহ অসংখ্য যৌথ কাব্য গ্রন্থে কবির কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া ইউটিউবে আবৃত্তি শিল্পী জাহানারা রেখা ও ফাতেমা সুলতানা সুমী কর্তৃক কবির অসংখ্য কবিতা আবৃত্তি হয়েছে। কবি মূলত আধ্যাত্মিকতা, প্রেম,দ্রোহ,ঐতিহাসিক ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে তাঁর লেখনী কে শানিত করেছেন।

ডাঃ এস.এম. আব্দুল হাকিমের রচিত গ্রন্থসমূহ




আর্কাইভ