ড. জেবউননেছা (Dr Jebunnessa)

প্রথম পাতা » জীবনী » ড. জেবউননেছা (Dr Jebunnessa)


ড. জেবউননেছা


ড. জেবউননেছা ‘প্রাচ্যের ড্যান্ডি’ খ্যাত নারায়ণগঞ্জ জেলার ‘সাহিত্যপল্লী’ নলুয়া’র সাহিত্যাঙ্গনে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কবি ও নাট্যকার, চত্বর সাহিত্য স্বর্ণপদকপ্রাপ্ত আলহাজ্ব মু. জালাল উদ্দিন নলুয়া। মাতা কবি ও গীতিকার লুৎফা জালাল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে বিএসএস (সম্মান), এমএসএস প্রথম শ্রেণি লাভ করেন এবং একই বিভাগ থেকে এম. ফিল সম্পন্ন করেন। তিনি ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পিএইচডি সম্পন্ন করেন এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসে স্কুল অব বিজনেস ইনোভেশন এন্ড টেকনোপ্রোনারশীপে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এবং প্রাক্তন বিভাগীয় প্রধান।
তাঁর রচিত গ্রন্থের সংখ্যা ১৪টি। ০৩.০৩.১৯৮৯ তারিখে লেখালেখির জগতে পদার্পন করেন। ০৯.০৩.১৯৯৭ তারিখ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন জাতীয় দৈনিকে সমসাময়িক বিষয় নিয়ে প্রবন্ধ লিখছেন। তিনি এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ থেকে প্রকাশিত ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ’ এবং ‘বাংলাপিডিয়া’র একজন নিবন্ধক। রাজধানী ঢাকার ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ’ তাঁর গবেষণা-অনুসন্ধান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে নির্মিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন থেকে কৃতি ছাত্রী হিসেবে রোকেয়া স্বর্ণপদক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ‘শিক্ষা ও চাকুরি’ ক্যাটাগরিতে ঢাকা বিভাগীয় জয়িতা-২০১৯ সম্মাননা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ‘তরুণ মুক্তিযুদ্ধ গবেষক’ হিসেবে সম্মাননা অর্জন করেন। তিনি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের একজন সদস্য।
তিনি বর্তমানে মহামান্য হাইকোর্ট কর্তৃক নির্দেশিত ‘যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটি’ জাবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অস্ট্রেলিয়ান একাডেমি ফর বিজনেস এন্ড লিডারশিপ ফোরাম, বাংলা একাডেমি এবং এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সদস্য, বাংলাদেশ লেখিকা সংঘের সহসভাপতি, বঙ্গবন্ধু, শিক্ষা ও গবেষণা পরিষদ এবং নারায়ণগঞ্জ জেলা সমিতির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক। কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ, এডুকেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম এবং ঢাকা ইউনিভার্সিটি পাবলিক এডমিনিস্ট্রেশন এলামনাই এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও গভর্ন্যান্স বিষয়ক গবেষক হিসেবে জাতীয় এবং আন্তজার্তিক ক্ষেত্রে সমধিক পরিচিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ