জাহাঙ্গীর মোহাম্মদ ( jahangir mohammad )

প্রথম পাতা » জীবনী » জাহাঙ্গীর মোহাম্মদ ( jahangir mohammad )


জাহাঙ্গীর মোহাম্মদ ( jahangir mohammad )

 জাহাঙ্গীর মোহাম্মদ   জন্ম ১৯৫৮ সালের ১২ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার ডুমাইন গ্রামে। পৈত্রিক নিবাস একই জেলায় মধুখালি থানার নিশ্চিন্তপুরে। বাবা- মরহুম আনসার উদ্দিন মোল্লা, মা- মরহুম মেহেরুননেসা ।
ফরিদপুর ও মধুখালি এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাবেক সংগঠক। নিজেরা করি ও সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদে কর্মসূচি সংগঠক, শ্রীনগর ডিগ্রি কলেজে প্রভাষক, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং অন্যান্য কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন। ১৯৯৭-২০০১ মেয়াদে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ।
মুক্তিযুদ্ধ, গবেষণা, প্রশিক্ষণ এবং দাপ্তরিক কাজে পৃথিবীর ১৪টি দেশ ভ্রমণ ।

তথ্যসূত্র:. ২০১০  সালে প্রকাশিত  ‘অরণ্যে জনপদে’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ