হিমেল বরকত (himel barkat)

প্রথম পাতা » জীবনী » হিমেল বরকত (himel barkat)


হিমেল বরকত (himel barkat)

হিমেল বরকত  জন্ম বাগেরহাট জেলার মোংলা থানার মিঠেখালি গ্রামে। পড়াশোনা করেছেন মোংলার সেন্ট পলস হাই স্কুল, ঢাকার নটর ডেম কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করছেন ।
কবিতা লেখার পাশাপাশি গদ্যচর্চায়ও তিনি সমান উৎসাহী। বাংলার উপেক্ষিত, অনালোচিত কবি ও কাব্যধারা তার আগ্রহের ক্ষেত্র। তিনি বাংলাদেশের কবিতায় উত্তর-ঔপনিবেশিক কণ্ঠস্বর’ শীর্ষক গবেষণার জন্য ২০১২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ।
তার প্রকাশিত কাব্যগ্রন্থ চোখে ও চৌদিকে (২০০১), বৈশ্যবিদ্যালয় (২০১৩), দশমাতৃক দৃশ্যাবলি (২০১৪)। গদ্যগ্রন্থ সাহিত্য-সমালোচক বুদ্ধদেব বসু (২০১৩)। এছাড়া, তার সম্পাদিত গ্রন্থসমূহের মধ্যে উল্লেখযোগ্য- দুই খণ্ডে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচনাবলী (২০০৫), কবি ত্রিদিব দস্তিদারের কবিতাসমগ্র (২০০৫), চন্দ্রাবতীর রামায়ণ ও প্রাসঙ্গিক পাঠ (২০১২), বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ (২০১৩), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মারকগ্রন্থ (২০১৫)।
তথ্যসূত্র:. ২০১৭ সালে প্রকাশিত  ‘প্রান্তস্বর ব্রাত্য ভাবনা’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ