হাসিনা আক্তার ( hasina akhter)
প্রথম পাতা » জীবনী » হাসিনা আক্তার ( hasina akhter)হাসিনা আক্তার জন্ম ফেনী জেলার এক সম্ভ্রান্ত পরিবারে। ছোটবেলা থেকেই কবিতা, গল্প লিখতেন। ক্রমান্বয়ে সাহিত্যের প্রায় সকল শাখায় বিচরণ করেছেন। বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিকে নিয়মিত কলাম এবং কবিতা লিখছেন। বর্তমানে তিনি একজন স্বনামধন্য কবি ও লেখক। এ যাবত তাঁর চৌদ্দটি গ্রন্থ বেরিয়েছে। এর মধ্যে কবিতা, গল্প, উপন্যাসসহ ছোটদের জন্যেও বই লিখেছেন। কবিতা, গল্পের পাশাপাশি তাঁর ছোটদের বা শিশুদের জন্য লেখাও পাঠকপ্রিয়তা পেয়েছে। এ বইটি কিশোরদের জন্য লেখা তাঁর তৃতীয় বই।
তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত ’মুক্তি যুদ্ধের কথা’ গ্রন্থ থেকে সংকলিত।