আলেয়া বেগম (aleya begom)

প্রথম পাতা » জীবনী » আলেয়া বেগম (aleya begom)


আলেয়া বেগম   (aleya begom)

আলেয়া বেগম  ১৯৬৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়াইল গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
পিতা- মোঃ ইব্রাহিম, মাতা- জয়সন বেগম । তিনি উক্ত উপজেলার আলীয়াদ গ্রামের নসু মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । তিনি ছোটবেলা থেকেই লেখালেখি করে আসছেন। ১৯৮৫ সাল থেকেই তার প্রতিভা বিকশিত হয় ইতিমধ্যে বিভিন্ন পত্র-পত্রিকায়, ম্যাগাজিন, লিটল ম্যাগাজিনে সাহিত্য পাতায় তার লেখা প্রকাশিত হয় ।
তিনি সাহিত্যের বিভিন্ন অঙ্গণের সাথে জড়িত। কবিতা, ছড়া, গল্প এবং গান রচনায় রয়েছে কবির অন্যতম প্রতিভা। জীবনের অসংখ্য দুঃখ-কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনার শিকার হয়েও রান্না-বান্নার কাজের ফাঁকে ফাঁকে নিরবে, নিশিতে, নিভৃতে তিনি লিখেছেন- শুধু লিখেছেন, অবিরাম লিখে চলেছেন । তার লেখা বইয়ের সংখ্যা ৮টি :
ভাবসঙ্গীত, প্রনয় সঙ্গীত, সিরাজ শাহ বাবার শান, ভালবাসার নীল কষ্ট, বাংলার মুখ, শুধু তোমার জন্য, মাওলার প্রেম সাধন (সঙ্গীত), মুক্তির বাণী ।
তথ্যসূত্র:. ২০১৬  সালে প্রকাশিত  ‘মাওলার প্রেম সাধন’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ