খুরশীদ আলম সাগর (khurshid alam sagor)

প্রথম পাতা » জীবনী » খুরশীদ আলম সাগর (khurshid alam sagor)


খুরশীদ আলম সাগর  (khurshid alam sagor)

 খুরশীদ আলম সাগর  ফেনী জেলার দাগনভূইয়া উপজেলাধীন ইয়াকুবপুর ইউনিয়নে চন্ডিপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। “কুসুম ভোরে তুমি” কাব্যগ্রন্থ তার অনবদ্য সৃষ্টি। প্রতিটি কবিতায় নিখুঁত চিত্রকলা, রূপ মাধুর্য এবং ছন্দময় নান্দনিক শৈলি ফুটে উঠেছে।

লেখকের প্রকাশিত অন্যান্য বই :
টুনটুন বুড়ি, ঘাসের পোলাও, পলাশী প্রান্তর থেকে বাংলাদেশ ও আমাদের স্বাধীনতা, বাংলাদেশের আদিবাসীদের কথা, রণাঙ্গনে মুক্তিসেনা ১৯৭১, রোদ বৃষ্টি খেলা, ফেনী নদীর বাঁকে, চাঁপা আর বেদানার গল্প, আলোকিত সকাল, নকশী আঁকা মন ।

তথ্যসূত্র:. ২০১৯ সালে প্রকাশিত  ‘কুসুম ভোরে তুমি’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ