সাহানা শিমু (Shahana Shimu)

প্রথম পাতা » জীবনী » সাহানা শিমু (Shahana Shimu)


সাহানা খানম শিমু

সাহানা  শিমুর জন্ম ঢাকায়। পিতৃনিবাস পাবনা। মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বদরুননেছা সরকারি মহিলা মহাবিদ্যালয়ে কেটেছে তাঁর অধ্যায়নের কৈশোর ও তারুণ্য কাল । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন উদ্ভিদবিদ্যা (বোটানি) অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। এরপর বাংলাদেশ সিভিল সার্ভিসেস (বি সি এস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি কলেজে অধ্যাপনা শুরু করেন। বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো (BNCU)-এ প্রোগ্রাম অফিসার পদে পাঁচ বছর কাজ করেন। স্বামীর সাথে বিদেশে চলে যেতে হয় বিধায় বি সি এস ক্যাডার সার্ভিসের চাকরিটা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সাহিত্য তাকে প্রবলভাবে টানে তাই লিখে চলেছেন অবিরাম। বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত তার তিনটি উপন্যাস, তিনটি কাব্যগ্রন্থ এবং গল্প সংগ্রহ প্রকাশিত হয়েছে। এছাড়াও যৌথ প্রকাশনা রয়েছে কয়েকটি। তাঁর বইগুলো পাঠকমহলে প্রশংসিত এবং সমাদৃত হয়েছে। তাঁর লেখনির স্বীকৃতি স্বরূপ লাভ করেছেন ড. আশরাফ সিদ্দিকী ফাউন্ডেশন পদক ‘০৮।




আর্কাইভ