আবুল খায়ের সজীব (abul khayer shajib)

প্রথম পাতা » জীবনী » আবুল খায়ের সজীব (abul khayer shajib)


আবুল খায়ের সজীব  (abul khayer shajib)

আবুল খায়ের সজীব একজন প্রতিশ্রুতিশীল তরুণ লেখক। খুব অল্প বয়স থেকেই লেখালেখি শুরু তাঁর। সম্ভবত প্রাথমিকের গণ্ডি পেরুতে না-পেরুতেই কলম হাতে নিয়েছেন তিনি। লিখে চলছেন অনবদ্যভাবে। সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই তাঁর বিচরণ। লিখেছেন গল্প, কবিতা, উপন্যাস। গীতিকার হিসেবেও পেয়েছেন সাফল্য। লিখছেন নাটকও। কবিতা দিয়ে যাত্রা শুরু। এপর্যন্ত গল্প আর উপন্যাস মিলে প্রকাশিত হয়েছে আটটি বই। জীবন, জীবনবোধ আর ভালোবাসাময় লেখাগুলো ইতোমধ্যে পাঠকমহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। লেখার মাঝে তৈরি করতে চেয়েছেন নিজস্বতা। বার বার নিজেকে ভেঙেছেন আবার গড়েছেন নিজেই। বিজ্ঞানের ছাত্র হলেও বাংলাকে হৃদয়ে ধারণ করেছেন অকৃত্রিম মায়ায়। বাংলা গান, বাংলা সাহিত্য আর বাংলা কথা যেন তাঁর শেকড় জুড়ে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগ থেকে স্নাতকোত্তর। নিযুক্ত আছেন শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক-এ। বর্তমান প্রজন্মের প্রতিভাবান এ লেখক
জটিল-কূটিল এই সমাজে একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য পাঠককে প্রতিনিয়ত উদ্‌বুদ্ধ করে যাচ্ছেন সাবলীল লেখনীর মাধ্যমে। তাঁর ‘ভালো আছি’ সিরিজ ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। রংপুরের ছেলে সজীব তাঁর লেখনীর মাধ্যমে হতে চেয়েছে সারা দেশের, সারা বিশ্বের।
তথ্যসূত্র:. ২০১৮ সালে প্রকাশিত  ‘অসংজ্ঞায়িত’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ