ময়েজ মোহাম্মদ (moyez mohammad)
প্রথম পাতা » জীবনী » ময়েজ মোহাম্মদ (moyez mohammad)ময়েজ মোহাম্মদ চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত নামোশঙ্করবাটি গ্রামে ৩০ নভেম্বর ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। পিতা রইসউদ্দিন মণ্ডল এবং মাতা জয়নাব বিবির নয় সন্তানের মধ্যে কবি সবার ছোটো। তিনি ১৯৭১ সালে রাজারামপুর হামিদুল্লাহ হাইস্কুল থেকে বিজ্ঞানে প্রথম বিভাগে এসএসসি, ১৯৭৩ সালে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে দ্বিতীয় বিভাগ নিয়ে এইচএসি, ১৯৭৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণিতে দ্বিতীয় বিভাগ নিয়ে বিএসসি (অনার্স) ও ১৯৭৭ সালে বিশুদ্ধ গণিতে দ্বিতীয় বিভাগ নিয়ে এমএসসি শেষ করেন। পড়াশোনা শেষ করেই তিনি ১৯৭৭ সালের ১৭ জুলাই ফেরদৌস আরার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কর্মজীবনে তিনি বিএফ শাহিন কলেজে গণিত প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে মগবাজারস্থ ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত থেকে অবসরগ্রহণ করেন। তিনি ব্যক্তি হিসেবে যেমন একজন সফল মানুষ তেমনি পিতা হিসেবেও সফল। তিনি চার সন্তানের জনক। তাঁর প্রথম কাব্য ষড় হৃষীক ২০১৬ সালে বাংলা একাডেমির বইমেলায় প্রকাশিত হয়েছে। গোধূলির সোনা রোদ তাঁর দ্বিতীয় কাব্য।
তথ্যসূত্র:. ২০১৭ সালে প্রকাশিত ‘ইচ্ছের নীল খাম’ গ্রন্থ থেকে সংকলিত।