ডেইজি আহমেদ (daisy ahmed)
প্রথম পাতা » জীবনী » ডেইজি আহমেদ (daisy ahmed)ডেইজি আহমেদ পেশাগত জীবনে সমাজ-উন্নয়ন ও মানবাধিকার-কর্মী, এবং একটি বেসরকারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ডেইজি আহমেদ নাটোর জেলার সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করেন।
প্রকৃতি প্রেমী মন নিয়ে বেড়ে ওঠেন বাংলার প্রকৃতিরই এক বিস্ময়—চলন-বিলের— অবারিত পরিবেশে। লেখাপড়া করেন সিংড়া, নাটোর, রাজশাহী ও ঢাকায়। সমাজ-বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করে বর্তমানে আইন অধ্যয়নরত।
তথ্যসূত্র:. ২০০৫ সালে প্রকাশিত ’ভুল সংলাপ’ গ্রন্থ থেকে সংকলিত।