মোহাম্মদ আলী ফয়সাল (mohammad ali foysal)

প্রথম পাতা » জীবনী » মোহাম্মদ আলী ফয়সাল (mohammad ali foysal)


মোহাম্মদ আলী ফয়সাল (mohammad ali foysal)

মোহাম্মদ আলী ফয়সাল
জন্মস্থান : বরগুনা জেলার অধীন পাথরঘাটা
উপজেলার জ্ঞানপাড়া গ্রাম ।
পিতা:  মোহাম্মদ নজরুল ইসলাম ।
মাতা:  মোসাম্মৎ আমিনা বেগম ।
চার ভাই-বোনের মধ্যে সবার ছোট। শৈশব-কৈশোর ও স্কুল জীবন সেখানেই কেটেছে। ঢাকায় এইচ. এস.সি শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে আনমনে কিছুদিন আসা-যাওয়া। এরপর কি জানি এক মায়ার টানে ফিরে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে । এখান থেকেই ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করা হয়েছে।
লেখা-লেখির হাতেখড়ি কবিতা দিয়েই ।
‘শূন্যযাত্রী’ প্রকাশিত প্রথম কবিতার বই ।

তথ্যসূত্র:  ২০১৮ সালে প্রকাশিত ‘’শূন্যযাত্রী’’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ