মারিয়া আজাদ (maria azad)

প্রথম পাতা » জীবনী » মারিয়া আজাদ (maria azad)


মারিয়া আজাদ (maria azad)

মারিয়া আজাদ নওগাঁ জেলার পত্নিতলা থানাধিন খোদ পানিওড়া (দামাহার) গ্রামে জন্মগ্রহণ করেন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। বাবার ৪ কন্যা সন্তানের সর্বকনিষ্ঠ মারিয়া আজাদ হলেও জীবনযুদ্ধের শুরুটা সেখানেই, প্রচন্ডরকমের অবহেলায় বাল্যকাল নিজ গ্রামেই পরিবারের সাথেই কাটে ।
স্পষ্টভাষী প্রতিবাদী কণ্ঠস্বর ছোটবেলা থেকেই আর নিজ অধিকার আদায় এবং নিজেকে প্রতিষ্ঠা করার দুরন্ত প্রয়াসে সে উজ্জিবিত তখন থেকেই। আর তাই বর্তমান সময়ের নারী ভাগ্য উন্নয়ন ও নারী অধিকার বাস্তবায়নের বলিষ্ঠ নেতৃত্বের নাম মারিয়া আজাদ ।
রাজনৈতিক ভাবে ও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলা সাহিত্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তার কলম শক্তির মাধ্যমে ।
ব্যক্তিগতজীবনে কবি দুই কন্যা সন্তানের জননী, স্বামী ‘আবুল কালাম আজাদ’। সংসার এবং প্রাইভেট কোম্পানিতে উপরস্থ কর্মচারী হিসেবে কর্মরত থাকার পাশাপাশি নারী অধিকার আদায়ের কাজ থেমে নেই কবির কলম ও কণ্ঠে
সম্প্রতি কবির লেখা কবিতা, গান, গল্প, প্রবন্ধ বিভিন্ন অনলাইন /অফলাইন পত্রিকা ও যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমাদৃত এবং বেশ কয়েকটি যৌথকাব্য প্রকাশ হয়েছে, যার উল্লেখযোগ্য কাঠ গোলাপের গান ও রশ্মিজাল। একুশে গ্রন্থমেলা ২০১৯ ইং “পংক্তিতে জীবন খুঁজি”
তথ্যসূত্র:. ২০১৯ সালে প্রকাশিত  “পংক্তিতে জীবন খুঁজি”   গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ